ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘কোনো ম্যাচই পুরোপুরি ফেয়ার নয়, প্রতিটি ম্যাচই ফিক্সড’

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫২, ৩০ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
‘কোনো ম্যাচই পুরোপুরি ফেয়ার নয়, প্রতিটি ম্যাচই ফিক্সড’

সঞ্জিব চাওলা, ভারতীয় এই নাগরিক ক্রিকেটের অন্ধকার জগতের অনেক বড় নাম। শীর্ষ জুয়াড়িদের মধ্যে একজন। ১৯৯৩ সাল থেকে ক্রিকেট ম্যাচে ফিক্সিংয়ের সাথে জড়িত সঞ্জিব। এই দীর্ঘ সময়ে প্রায় দুই হাজারের মতো ম্যাচ ফিক্সিং করেছেন এই ফিক্সার। সম্প্রতি দিল্লি পুলিশ গ্রেপ্তার করেছেন এই জুয়াড়িকে। সেখানে বিভিন্ন তথ্য দিয়েছেন সঞ্জিব। এখনো তাকে ঘিরে তদন্ত চলছে বলে, বিস্তারিত কিছুই জানায়নি পুলিশ। তবে এখন পর্যন্ত যেটুকু শোনা গেছে, তাতেই চক্ষু চড়কগাছ হওয়ার যোগাড়।

এই জুয়াড়ির মতে, ক্রিকেটে কোনো ম্যাচই পুরোপুরিভাবে ফেয়ারলি খেলা হয় না। প্রায় প্রতিটা ক্রিকেট ম্যাচই কোনো না কোনোভাবে ফিক্সিংয়ের সাথে জড়িত। আর এই ম্যাচগুলো নিয়ন্ত্রণ করে আন্ডারওয়ার্ল্ডের মাফিয়ারা।

ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের বরাতে জানা যায়, সঞ্জিব চাওলাকে ম্যাচ ফিক্সিংয়ের দায়ে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। সেখানে তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে প্রায় দুই হাজার ম্যাচে ফিক্সিং করেছেন সঞ্জিব। পুলিশের কাছে সঞ্জিব বলে, ‘কোনো ক্রিকেট ম্যাচই পুরোপুরি ভাবে ফেয়ারলি হয় না। মানুষ যতগুলো খেলা দেখে সব ম্যাচই কোনো না কোনো ভাবে ফিক্সড।’

আর এই ম্যাচগুলো ফিক্সড করার পেছনে বড় ভূমিকা থাকে আন্ডারওয়ার্ল্ডের মাফিয়াদের। এ নিয়ে সঞ্জিব আরও বলেন, ‘আন্ডারওয়ার্ল্ড মাফিয়াদের একটা বড় সিন্ডিকেট আছে যারা ম্যাচ ফিক্সিং করে থাকে। তারা ঠিক যেমনভাবে চায়, মুভির মতো ম্যাচে ঠিক তাই তাই ঘটতে থাকে।’

সঞ্জিবের এমন বিবৃতি দেওয়া তাঁর জীবনের জন্য হুমকিস্বরুপ বলেও জানান এই জুয়াড়ি। আর তিনি যা বলেছেন, এর চেয়ে বেশি বলাও সম্ভব নয় তাঁর পক্ষে জানিয়ে তিনি বলেন, ‘এই বিষয়ের সঙ্গে এত বিশাল সিন্ডিকেট জড়িয়ে আছে যা বলার বাইরে। আর আন্ডারওয়ার্ল্ডের এই মাফিয়ারা খুব বিপজ্জনক। যদি এর চেয়ে বেশি কিছু আমি বলি তবে তারা আমাকে মেরে ফেলবে।’

দিল্লি পুলিশের ক্রাইম বিভাগের স্পেশাল সিসি প্রাভীন রঞ্জন বলেন, ‘যেহেতু বিষয়টি এখনও তদন্তাধীন, আমরা এই বিষয়ে এর চেয়ে বেশি কিছু আর জানাতে পারবো না।’

দিল্লি পুলিশ তাদের চার্জশীটে সঞ্জিবের জড়িত থাকার বিষয়টি নিশ্চিত করেছে। শুধু তাই নয়, কিভাবে সঞ্জিব জুয়াড়ি হলেন, সে বিষয়ে জানান তারা। সেখানে লেখা আছে, ১৯৯৩ সালে কাপড়ের ব্যবসা করতে লন্ডনে পাড়ি জমান সঞ্জিব। এরপরে জুয়াড়ির পেশায় নাম লেখান তিনি। পরবর্তীতে ২০০০ সালে তাকে লন্ডনের নাগরিকত্বও পাইয়ে দেওয়া হয়।

 

ঢাকা/কামরুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়