ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ক্রিকেটে ‘করোনা বদলি’ চায় ইসিবি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০১, ৩০ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ক্রিকেটে ‘করোনা বদলি’ চায় ইসিবি

করোনা পরবর্তী সময়ে খেলোয়াড়দের সুরক্ষার জন্য বিভিন্ন গাইডলাইন দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। বলে লালা না লাগানো, পরস্পরের কাছাকাছি না আসা কিংবা উদযাপনেও সংযত থাকার আহবান করেছে আইসিসি। এরসঙ্গে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) টেস্টে বদলির ব্যবস্থা করতে আহবান করেছিল। তবে আইসিসি ক্রিকেট কমিটি সুপারিশ করেছে বদলির ব্যবস্থা না রাখতে।

মূলত প্রশ্ন উঠেছে টেস্ট ম্যাচ ঘিরে। ভারতীয় কিংবদন্তি রাহুল দ্রাবিড় সম্প্রতি প্রশ্ন তুলেছেন, টেস্টের মাঝপথে যদি কেউ আক্রান্ত হন, তখন কী ব্যবস্থা রাখা হবে। এই প্রশ্নের উত্তরে ইসিবি দাবি তুলেছে, ‘করোনা বদলি’ করার। অর্থাৎ, যার পজেটিভ আসবে তাকে আইসোলেশনে রেখে তাঁর বদলি দিয়ে খেলা শেষ করার। কিন্তু আইসিসি ক্রিকেট কমিটি সুপারিশ করেছে, একজন আক্রান্ত হলেও ম্যাচ সেখানেই বাদ রেখে ম্যাচে সম্পৃক্ত সবাইকে কোয়ারেন্টাইনে রাখতে।

আর এখানে আপত্তি ইসিবির। তাদের মতে, ম্যাচ বাদ হয়ে গেলে তো পুরো আয়োজনই ভেস্তে যাবে। আর তাই ইসিবির স্পেশাল অপারেশনস ডিরেক্টর ও সাবেক দক্ষিণ আফ্রিকান পেসার স্টিভ এলওয়ার্দি বলছেন, তাদের চাওয়া বদলি ক্রিকেটার, যেটিকে বলা হচ্ছে, ‘করোনা বদলি।’

এই নিয়ে এলওয়ার্দি বলেন, ‘আমাদের মেডিকেল টিম এই জায়গাগুলি নিয়ে কাজ করছে। কেউ করোনায় পজেটিভ হলে যত দ্রুত সম্ভব তাকে আলাদা করে ফেলতে হবে। প্রতিটি ভেন্যুতে আমরা সে লক্ষ্যে আইসোলেশন কক্ষ গড়ে তুলছি। আক্রান্তকে দ্রুত সেখানে নেওয়া হবে। আমি জানি, আইসিসির দিক থেকে এখনও কোভিড-১৯ বদলির সম্ভাব্যতা খতিয়ে দেখা হচ্ছে।’

করোনা বদলি কেবল টেস্টের ক্ষেত্রে বিবেচ্য হবে জানিয়ে এলওয়ার্দি আরও যোগ করেন, ‘করোনা বদলি নিয়ে আলোচনা চলছে। টেস্ট ম্যাচ বা ওয়ানডে, সকালে পরীক্ষা করানো হবে ক্রিকেটারদের, কেউ উতরে গেলে মাঠে নামবে, কেউ পজেটিভ হলে সরিয়ে ফেলা হবে। এটি মূলত টেস্ট ক্রিকেটের জন্যই বিবেচিত হবে। আমরা আশা করছি, জুলাইয়ে টেস্ট সিরিজ শুরুর আগেই এটি নিয়ম করা হবে।’

আগামী জুলাইয়ে আন্তর্জাতিক ক্রিকেট শুরু করতে চায় তারা। এ জন্য দুটি বা তিনটি ভেন্যুতে সম্পূর্ণ জীবাণুমুক্ত পরিবেশ সৃষ্টি করে সব ক্রিকেটারসহ মোট ১৮০ থেকে ২৫০ জন মানুষকে মাঠে রেখে ম্যাচ পরিচালনার পরিকল্পনা করছে ইসিবি।

 

ঢাকা/কামরুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়