ঢাকা     বুধবার   ১৫ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ১ ১৪৩১

ব্যর্থ হলে কখনো ভেঙে পড়ো না : হাথুরুসিংহে

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:০৬, ৩১ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ব্যর্থ হলে কখনো ভেঙে পড়ো না : হাথুরুসিংহে

বাংলাদেশের সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও মাশরাফি বিন মুর্তজা || (ছবি: ফাইল ফটো)

মাঠের ফলাফল নয় ক্রিকেট খেলাটা উপভোগ করার পরামর্শ দিয়েছেন বাংলাদেশের সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহে। সাথে যোগ করেছেন, ব্যর্থতার পর হৃদয় ভাঙা যাবে না। সাফল্যের পেছনে ছুটতে হবে। করতে হবে কঠোর পরিশ্রম। 

সম্প্রতি দুবাইয়ের ডেজার্ট কিবস একাডেমির তরুণ খেলোয়াড়দের সঙ্গে ওয়েব সেমিনার করেছেন হাথুরুসিংহে। সেখানে করোনার পর মাঠে ক্রিকেট ফিরলে কিভাবে কাজ করা উচিত সেই দিকনির্দেশনা দিয়েছেন হাথুরুসিংহে।

সাবেক শ্রীলঙ্কান এ ক্রিকেটার তরুণদের বলেছেন,‘তোমারা দীর্ঘদিন খেলার বাইরে। একেবারে গৃহবন্দি। এখন মাঠে নামতে পারাই আশীর্বাদ। টেকনিক নিয়ে মাথা ঘামালে চলবে না। এখন প্রাণবন্ত থাকতে হবে। ব্যাটিং, বোলিং যেটাই করো না কেন মন খুলে উপভোগ করো। ফলাফল নিয়ে চিন্তা করার প্রয়োজন নেই। তোমরা দুই-তিনমাস খেলতে পারছ না সেটা অনেক কিছু।’

শুধু তরুণদের নয়, হাথুরুসিংহে ডেজার্ট কিবস একাডেমির কোচদের সঙ্গেও বসেছিলেন। বাংলাদেশ ও শ্রীলঙ্কার সাবেক কোচ বলেছেন,‘সবচেয়ে ভালোলাগার বিষয় হচ্ছে আপনি আবার মাঠে ফিরতে পারছেন। কোচদের বলব, ছেলেদের এখন বেশকিছু বলার প্রয়োজন নেই। তাদের টেকনিক, খেলা নিয়ে তাদের ভুল ধরার দরকার নেই। তাদের মজা করতে দিন।’

মাঠের ফলাফল নিয়ে চন্ডিকা হাথরুসিংহে সব সময়ই চিন্তিত থাকতেন। যে করেই হোক জিততে চাইতেন। ২০১৫ বিশ্বকাপের পর বাংলাদেশ ক্রিকেট দল যেভাবে আন্তর্জাতিক মঞ্চে দাপিয়ে বেড়িয়েছে এর বড় কৃতিত্ব হাথরুসিংহের। শিষ্যদের মধ্যে জয়ের নেশা ছড়িয়ে দিয়েছেন ভালোভাবে। ছক কাটা পরিকল্পনা, নিখুঁত প্রক্রিয়া আর মাঠে প্রভাব বিস্তার করা ছিল তার কোচিংয়ের সবচেয়ে বড় অংশ।

দুবাইয়ের তরুণদের সেসব গল্প শুনিয়েছেন হাথুরুসিংহে। পাশাপাশি স্বদেশী ক্রিকেটার মারভান আত্তাপাতুর সংগ্রামী ক্যারিয়ার সম্পর্কে তাদের ধারণা দিয়েছেন। ‘তোমরা জানো মারভান আত্তাপাতু নিজের প্রথম ছয় ইনিংসে মাত্র এক রান করেছিল! কিন্তু ও হাল ছেড়ে দেয়নি। নিজের সামর্থ্য নিয়ে কখনো সন্দেহ করেনি। নেটে ফিরে প্রচুর ব্যাটিং করতো, কঠোর পরিশ্রম করতো এবং ক্লাব ক্রিকেটে ফিরে প্রচুর রান করতো। জাতীয় দল থেকে বাদ পড়ার পর তার এ কঠোর পরিশ্রম তাকে সাফল্যে ভাসিয়েছে। এরপর ৫০০০ টেস্ট রান আর ছয়টি ডাবল সেঞ্চুরি পেয়েছে।’

‘আমি যেটা বোঝাতে চাচ্ছি, তোমাদের আজকের ব্যর্থতা সাফল্যের স্তম্ভ হতে পারে। নেটফ্লিক্সে শেষ ড্যান্স নামে একটি সিরিজ আছে। সেখানে মাইকেল জর্ডানকে সবাই প্রশংসিত করে তার শিরোপা ও রেকর্ডের জন্য। কিন্তু কেউ তার ব্যর্থতার কথা মনে রাখেনি। ওই ব্যর্থতাগুলোই জর্ডানকে সাফল্যের পথে এগিয়ে নিতে সাহায্য করেছে। কখনো হৃদয় ভাঙা যাবে না।’ - যোগ করেন হাথুরুসিংহে।

 

ঢাকা/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ