ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘কোহলির রান তাড়া আমাকে বেশি মুগ্ধ করে’

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৫, ১ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
‘কোহলির রান তাড়া আমাকে বেশি মুগ্ধ করে’

আধুনিক ক্রিকেটের গ্রেট খেলোয়াড়দের মধ্যে সবার উপরেই থাকবে ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলির নাম। কিংবদন্তি ক্রিকেটার থেকে শুরু করে সাবেক, বর্তমান অনেক খেলোয়াড় কোহলির ব্যাটিংয়ে মুগ্ধ। সে মুগ্ধতা ছুঁয়ে গেছে মাঠের ক্রিকেটে কোহলির প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ান সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথকেও।

সম্প্রতি ক্রিকেট অস্ট্রেলিয়ান ওয়েবসাইটে দেওয়া এক সাক্ষাৎকারে কোহলির প্রতি নিজের মুগ্ধতার বিষয়ে জানান স্মিথ। যেখানে অজি এই ক্রিকেটার জানিয়েছেন, সাদা বলের ক্রিকেটে কোহলির পারফরম্যান্স তাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করে। বিশেষ করে রান তাড়ায় কোহলিকে নিজেকে যে উচ্চতায় নিয়ে গেছেন, এটিকে অবিশ্বাস্য মনে হয় স্মিথের কাছে।

তিন ফরম্যাটে ধারাবাহিকভাবে পঞ্চাশের বেশি গড়ে রান তুলে থাকেন কোহলি। এরমধ্যে সাদা বলের ওয়ানডে ক্রিকেটে রান তাড়ার ক্ষেত্রে কোহলি যেন অনন্য। রান তাড়া করা ম্যাচে কোহলির ওয়ানডে গড় ৬৮। আর যদি সফল রান তাড়া হয় তবে সেটা বেড়ে দাঁড়ায় ৯৬! যা স্মিথের কাছেও অবিশ্বাস্য। আর কোহলির এই গুণ স্মিথকে বেশি আকৃষ্ট করে জানিয়ে এই অজি ক্রিকেটার বলেন, ‘কোহলির যে জিনিসটা আমাকে বেশি আকৃষ্ট করে তা হলো, সাদা বলের ক্রিকেটে সে যেভাবে রান তাড়া করে। আপনি ওয়ানডেতে ভারতীয়দের জয়ের ম্যাচে কোহলির গড় দেখুন। এটা অবিশ্বাস্য, অসাধারণ।’

এরপর ক্রিকেটে প্রতিদ্বন্দ্বী কোহলিকে নিজের পছন্দের খেলোয়াড় দাবি করে স্মিথ আরও যোগ করেন, ‘কোহলি অবিশ্বাস্য একজন ক্রিকেটার। আমার সবচেয়ে পছন্দের খেলোয়াড়। আপনি তাঁর রেকর্ড, পরিসংখ্যানের দিকে তাকান। সত্যি অবিশ্বাস্য। সে ভারতীয় ক্রিকেটকে প্রচুর দিয়েছে। ভারতীয় বর্তমান দল যেভাবে এখন ক্রিকেট খেলে, এটা আসলে কোহলির হাত ধরে এসেছে। জাতীয় দলের প্রতি তাঁর আবেগ অন্যরকম।’


ঢাকা/কামরুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়