ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

মাঞ্জরেকরের ভবিষ্যদ্বাণী, দারুণ অধিনায়ক হবেন তামিম

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৩, ২ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
মাঞ্জরেকরের ভবিষ্যদ্বাণী, দারুণ অধিনায়ক হবেন তামিম

বাংলাদেশের বর্তমান ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল সম্প্রতি ক্রিকেত ভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকিনফোর সঙ্গে এক সাক্ষাতকারে যোগ দিয়েছেন। যেখানে ভারতীয় সাবেক ক্রিকেটার ও বর্তমান কমেন্টেটর সঞ্জয় মাঞ্জরেকর তামিমের সঙ্গে আলাপ করেছেন। আলাপকালে তামিম নিজের ১৩ বছরের ক্রিকেট ক্যারিয়ারের উত্থান, পতন নিয়ে কথা বলেছেন। এর পাশাপাশি সদ্য পাওয়া অধিনায়কত্ব নিয়েও আলোচনা করেছেন। যেখানে মাঞ্জরেকর তামিমকে নিয়ে ভবিষ্যদ্বাণী করে বলেন, টাইগারদের জন্য দারুন অধিনায়ক হবেন এই দেশসেরা ওপেনার।

এশিয়া মহাদেশে সবচেয়ে বড় ক্রিকেটযজ্ঞ বিবেচনা করলে আগে আসতো ভারত-পাকিস্তান ম্যাচের কথা। তবে বর্তমানে পাকিস্তান ক্রিকেটের জৌলুস কমে যাওয়ায় ও দল হিসেবে টাইগারদের উন্নতির ফলে বাংলাদেশ-ভারত ম্যাচ মানে এখন বিশেষ কিছু। এর পাশাপাশি দুই দেশের ভক্তদের মাঝেও এই ম্যাচ ঘিরে চলে তর্ক যুদ্ধ।

মাঞ্জরেকর তাঁর সময়ে ভারত-পাকিস্তানের ম্যাচের প্রসঙ্গ টেনে তামিমের কাছে প্রশ্ন করেন, ‘আমাদের সময়ে পাকিস্তানকে হারানোর জন্য আলাদা তাড়না কাজ করতো। তোমার কাছে কোন দলকে হারানোর তাড়না বেশি, ভারত নাকি পাকিস্তান?’

এর উত্তরে তামিম জানিয়েছেন, মাঞ্জরেকরের দল ভারতকে হারানো তাঁর কাছে বিশেষ কিছু।

তামিমের ভাষ্যে, ‘ভারত এত শক্তিশালী একটা দল, এত বড় দল, ভারতের বিপক্ষে জয় মানে অন্য কিছু। আমার মনে হয় না, এটা ঘৃণা থেকে আসে, বা এমন নয় যে ওদেরকে হারাতেই হবে। ব্যাপারটা হলো, সেরা দলকে হারানোর তৃপ্তি।’

এরপর আরও যোগ করেন, ‘আসলে পাকিস্তান, ভারত দুটিই অনেক বড় দল। দীর্ঘ ঐতিহ্য তাদের। তাদের বিপক্ষে যে কোনো জয়ই বড় জয়।’

এরপরে মাঞ্জরেকর তামিমের কাছে জানতে চান, দীর্ঘ ১৩ বছর ক্রিকেটে কাটানোর পর অধিনায়কত্ব নেওয়া। বিষয়টা কীভাবে দেখছে তামিম। এর উত্তরে তামিম বলেন, ‘নেতৃত্ব কখনোই আমাকে আকর্ষণ করেনি। অনেকেরই স্বপ্ন থাকে দেশকে নেতৃত্ব দেওয়ার। আমার বরাবরই মনে হয়েছে, পারফরম্যান্স দিয়ে দলকে নেতৃত্ব দিতে পারাই যথেষ্ট। নেতৃত্ব দিতে অধিনায়ক হওয়া জরুরি নয়।’

তবে অধিনায়ত্বের দায়িত্ব পেয়ে উজ্জীবিত তামিম নিজের সেরাটা দিবেন দলের ভালোর জন্য। ব্যর্থ হলে নিজ দায়িত্বে সরে যাবেন। আলাপকালে এমন কথাই জানালেন তামিম।

ওয়ানডে দলের এই অধিনায়ক বলেন, ‘আমি এমন একজন, যা কিছুই করি, সবসময় হৃদয় উজাড় করে করি। অধিনায়কত্বে আমি খুব অভিজ্ঞ নই, ঘরোয়া ক্রিকেটেও খুব করিনি। আমি তাই ভুল করতে পারি। তবে এটা নিশ্চিত যে, দলকে সবার ওপরে প্রাধান্য দেব, তারপর বাকি সব। যদি আমি দায়িত্বের প্রতি সুবিচার করতে পারি, তাহলে চালিয়ে যাব। যদি না পারি, আমি নিজেই বলল, ধন্যবাদ।’

তবে তামিমের সঙ্গে আলাপ করে ভারতীয় এই সাবেক ক্রিকেটারের মনে হয়েছে, অধিনায়ক হিসেবে খুব ভালো করবে তামিম। টাইগারদের জন্য তামিম দারুণ একজন অধিনায়ক হবে জানিয়ে মাঞ্জরেকর বলেন, ‘এই আলোচনা থেকে আমি যা বুঝতে পারছি, এটিই তোমার জন্য সঠিক সময়। মানসিকভাবে তুমি খুব ভালো অবস্থায় আছো। যথেষ্ট অভিজ্ঞতাও রয়েছে তোমার। আমার মনে হয় তুমি খুব ভালো করবে। বাংলাদেশকে সামনে এগিয়ে নেওয়ার জন্য সঠিক ধারণা তোমার আছে। আজকে আমার ভবিষ্যদ্বাণী, তুমি দারুণ অধিনায়ক হবে।’

 

ঢাকা/কামরুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়