ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘আমি কৃষ্ণাঙ্গ হিসেবে গর্বিত’

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩২, ২ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
‘আমি কৃষ্ণাঙ্গ হিসেবে গর্বিত’

কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুতে উত্তাল গোটা মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির বিভিন্ন রাজ্যে বিরতিহীনভাবে চলছে বিক্ষোভ। সঙ্গে ভাঙচুর এবং সহিংসতাও চলছে।

শুধু যুক্তরাষ্ট্র নয় প্রতিবাদ হচ্ছে সারা বিশ্ব থেকে। যত সময় গড়াচ্ছে ততই বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়ছে আমেরিকায় কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদ। ক্রীড়াঙ্গনের তারকারাও তাতে যোগ দিয়েছেন।

এবার প্রতিবাদে সরব হলেন ক্যারিবিয়ান তারকা ক্রিকেটার ক্রিস গেইল। প্রতিবাদ করার পাশাপাশি অভিযোগ করেছেন, তিনি নিজেও বর্ণবাদের শিকার হয়েছেন, সেটাও নিজের দলের ভেতরে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গেইল স্ট্যাটাস দিয়ে লিখেছেন,‘বাকিদের মতো কৃষ্ণাঙ্গদের জীবনেরও মূল্য রয়েছে। কৃষ্ণাঙ্গ মানুষরাও দামি। বর্ণবাদী মানুষজন নিপাত যাক। কৃষ্ণাঙ্গ মানুষদের বোকা ভাবা বন্ধ হোক।’

কৃষ্ণাঙ্গদের প্রতি গেইলের বার্তা,‘কৃষ্ণাঙ্গদেরও বলছি, নিজেদের ছোট ভেবে নীচে নামিও না। হীনমন্যতায় ভোগা বন্ধ করুন।’ গেইলের অভিযোগ,‘আমি কালো বলে বিশ্বের বহু জায়গায় বর্ণ বিদ্বেষী মন্তব্যের শিকার হয়েছি। বর্ণবিদ্বেষ শুধু ফুটবলে নেই,ক্রিকেটেও রয়েছে। এমনকি নিজের মধ্যেই কালো মানুষ হিসেবে আমি বাজে আচরণের শিকার হয়েছি। কৃষ্ণাঙ্গরাই শক্তিধর, কৃষ্ণাঙ্গরাই গর্বিত। আমি কৃষ্ণাঙ্গ হিসেবে গর্বিত।'

গেইলের আগে দুইবারের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক ড্যারেন স্যামিও জর্জ ফ্লয়েডের বিচার দাবি করে টুইট করেছেন। এনবিএ কিংবদন্তি লেব্রন জেমস জর্জ ফ্লয়েডের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নিজের টুইটারে। সেরেনা উইলিয়ামস ইনস্টাগ্রামে নিজের ক্ষোভ ঝেড়েছেন।

ইংলিশ প্রিমিয়ার লিগের দল লিভারপুল এফসির খেলোয়াড়রা গতকাল অনুশীলনের আগে মধ্যমাঠে হাঁটু গেড়ে বসে প্রতিবাদ জানিয়েছে। বুন্দেসলিগার ম্যাচে বরুশিয়া ডর্টমুন্ডের জর্ডন স্যাঞ্চোর গোলের পর ‘জাস্টিস ফর জর্জ ফ্লয়েড’ লেখা টি-শার্ট খুলে প্রতিবাদ করেছেন।


ঢাকা/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়