ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

করোনার বলি হয়ে পিএসজি ছাড়ছেন থিয়াগো সিলভা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৫৩, ১০ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
করোনার বলি হয়ে পিএসজি ছাড়ছেন থিয়াগো সিলভা

প্রাণঘাতী মহামারি করোনাভাইরাস বিশ্বব্যাপী ক্রীড়াঙ্গনে ব্যাপক প্রভাব ফেলেছে। প্রায় তিন মাসের মতো খেলা বন্ধ থাকায় ছোট-বড় সব ক্লাবই ক্ষতির অঙ্ক গুনতে হয়েছে। এদিকে করোনাভাইরাসের কারণে এপ্রিল মাসে মৌসুমের খেলা বাকি থাকতেই ফ্রেঞ্চ লিগ বাতিল ঘোষণা করা হয়েছে। লিগ বাতিল করলেও পয়েন্ট তালিকার শীর্ষে থাকায় চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে প্যারিস সেইন্ট জার্মেইকে (পিএসজি)।

শিরোপা জিতলেও করোনাভাইরাসের জন্য বিপুল পরিমাণ অর্থ লোকসানে পড়তে হয়েছে ক্লাবটিকে। এক হিসেবে দেখা গেছে যা ২০০ মিলিয়ন ইউরোর সমান। বাংলাদেশি অর্থমূল্যে যা ২০০০ কোটি টাকার সমান। আর এই ক্ষতি পোষাতে ক্লাবের বড় নামগুলোর সাথে আর চুক্তি বাড়াতে চাইছে না ক্লাবটি। তারকা খেলোয়াড়ের মধ্যে সর্বপ্রথম করোনার বলি হলেন দলটির অধিনায়ক ব্রাজিলিয়ান ফুটবলার থিয়াগো সিলভা।

২০১২ সালে এসি মিলান থেকে পিএসজিতে পাড়ি জমান সিলভা। সে থেকে এখন পর্যন্ত ২০৪ ম্যাচ খেলে ফেলেছেন পিএসজির জার্সিতে। ডিফেন্সের মেসি দলের রক্ষণভাগ সামলিয়া দলকে টানা সাতবার লিগ ওয়ান চ্যাম্পিয়ন হতে সাহায্য করেছেন। এছাড়াও চারবার ফ্রেঞ্চ কাপ, ৫ বার ফ্রেঞ্চ লিগ কাপ ও ৭ বার ফ্রেঞ্চ সুপার কাপ জিতিয়েছেন লিগ ওয়ানের সবচেয়ে সফল এই দলকে।

৩৫ বছরের এই তারকার সঙ্গে চলতি চ্যাম্পিয়নস লিগের মৌসুম শেষ হতেই চুক্তি শেষ হওয়ার কথা পিএসজির। দলের অধিনায়কের সঙ্গে চুক্তি আর নবায়ন করতে চাইছে না পিএসজি কর্তৃপক্ষ। মূলত আর্থিক ক্ষতি সামলাতে এমন সিদ্ধান্ত নিয়েছে পিএসজি কর্তৃপক্ষ, এমনটাই জানিয়েছে ক্লাবের পরিচালক লিওনার্দো।

এদিকে থিয়াগো সিলভা আগেই জানিয়েছিল, সাবেক ক্লাব এসি মিলানে ফেরার ইচ্ছা আছে তাঁর। তবে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব এভারটন ও আর্সেনাল দলে পেতে চায় থিয়াগোকে। শেষ পর্যন্ত ৮ বছরের পিএসজি ক্যারিয়ার ছেড়ে কোথায় ভিড়ে থিয়াগো সিলভার নোঙর সেটাই এখন দেখার।

 

ঢাকা/কামরুল

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়