ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বিতর্কে বেল, অভিযোগ নেই জিদানের (ভিডিও)

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৭, ১৪ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
বিতর্কে বেল, অভিযোগ নেই জিদানের (ভিডিও)

ওয়েলস স্ট্রাইকার গ্যারেথ বেল এবং ক্লাব রিয়াল মাদ্রিদের সম্পর্কের মধ্যে যেন প্রতিদিনই বাড়ছে। লা লিগার শিরোপার চেয়ে মাত্র ২ পয়েন্ট দূরে থাকা রিয়ালের হয়ে শেষ পাঁচ ম্যাচেও মাঠে নামা হয়নি বেলের। আর না নামতে পেরেই যেন বেশি ভালো আছেন ওয়েলসের এই অধিনায়ক। দর্শকসারিতে বসে ঘুমাচ্ছেন, মজা করছেন। এমন আচরণের জন্য বিতর্কেরও শিকার হচ্ছেন রেকর্ড ট্রান্সফার ফিতে রিয়ালে যোগ দেওয়া বেল। এদিকে ওয়েলশ স্ট্রাইকারের এমন কাজকর্ম নিয়ে কোনো অভিযোগ নেই দলটির কোচ জিনেদিন জিদানের।

সপ্তাহে ৬ লাখ ইউরো বেতন পাওয়া বেল শেষ তিন ম্যাচে টানা দলের বেঞ্চ ছেড়ে দর্শকসারিতে গিয়ে বসে ছিলেন। গত সপ্তাহে আলাভেসের বিপক্ষে জেতা ম্যাচ চলাকালীন চোখের মধ্যে মাস্ক পরে ঘুমোনোর ভান করছিলেন। কিছু একটা খাচ্ছিলেন। এমনকি গ্রানাদার বিপক্ষে ২-১ গোলে জেতা ম্যাচেও বেল মজা করছিলেন মাঠে বসে। মেডিকেল টেপের ছিদ্র এবং নিজের অন্য হাত ব্যবহার করে বাইনোকুলার দেখার ভানে ম্যাচের দিকে চোখ রাখছিলেন তিনি।

বেলের এমন কর্মকাণ্ডে বিতর্কের সৃষ্টি হওয়াতে দলটির কোচ জিদানের কাছে জানতে চাওয়া হয়, বেলের এমন আচরণ নিয়ে তিনি কী বলবেন? এর উত্তরে এই ফরাসি কোচের ভাষ্য, ‘বেলকে নিয়ে আমার কোনো প্রকার অভিযোগ নেই। তাকে নিয়ে আমার কিছুই বলার নেই। একদমই না।’

এদিকে দুই মৌসুম পরে আবার শিরোপার সামনে দাঁড়িয়ে আছে লা লিগার সবচেয়ে সফল ক্লাব রিয়াল মাদ্রিদ। লিগের শেষ দুই ম্যাচ থেকে মাত্র ২ পয়েন্ট অর্জন করতে পারলে সর্বোচ্চ ৩৪ বারের মতো শিরোপা নিজেদের করে নিবে জিদানের শিষ্যরা। আর তাই এই মুহূর্তে সামনের ম্যাচগুলোই নিয়ে কেবল ভাবছে রিয়াল। এমনটা জানিয়ে ফরাসি এই কোচ আরও যোগ করেন, ‘আমরা সবাই মিলে এই মুহূর্তে কেবল শিরোপা জয় নিয়ে ভাবছি। সামনের ম্যাচগুলো জিতে লা লিগা শিরোপা নিশ্চিত করার কথা ভাবছি।’

 

 

ঢাকা/কামরুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ