ঢাকা     মঙ্গলবার   ১৪ মে ২০২৪ ||  বৈশাখ ৩১ ১৪৩১

টেস্ট থেকে কেন অবসর নিয়েছেন আমির

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৩৫, ২৪ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
টেস্ট থেকে কেন অবসর নিয়েছেন আমির

বয়স মাত্র ২৯, এরমধ্যে আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে অনেক চিত্র দেখে ফেলেছেন পাকিস্তানের গতিতারকা মোহাম্মদ আমির। আলো ছড়িয়ে আন্তর্জাতিক ক্রিকেটে আগমন। এরপর ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে নিষেধাজ্ঞায় পড়েছেন; আবার ফিরেছেন। তবে আগের সে গতি, সুইং কিংবা পারফরম্যান্স ধরে রাখতে পারেননি।

গত বিশ্বকাপের পর টেস্ট ফরম্যাট থেকে অবসর নিয়েছেন। এ নিয়ে অনেক সমালোচনার শিকার হয়েছেন। কিন্তু কেন অবসর নিলেন টেস্ট ফরম্যাট থেকে? উত্তর জানালেন আমির নিজেই।

পাকিস্তান ক্রিকেটকে আরও লম্বা সময় ধরে সার্ভিস দেওয়ার লক্ষ্যে এবং নিজের সর্বোচ্চ দেওয়ার জন্যই সাদা পোষাকের ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছেন, এমনটাই জানালেন আমির।

পাকিস্তানের এই গতিতারকা মুশতাক আহমেদের সঙ্গে ইউটিউবে এক সাক্ষাৎকারে বলেন, ‘আমি জানি তিন ফরম্যাটে একসঙ্গে খেলতে গেলে, আমার শরীর সেটা সায় দিবে না। বিশেষ করে টেস্ট ক্রিকেট।’

এরপর তিনি আরও যোগ করেন, ‘সামাজিক যোগাযোগের মাধ্যমে মানুষ বলাবলি করছিল, আমিরের বলের গতি হারিয়ে গেছে, সুইং নেই, ছন্দও খুঁজে পাচ্ছে না। আসলে আমি শারীরিকভাবে অনেক ভেঙে পড়েছিলাম। আর আমি তো রোবট নই। মানুষ হিসেবে তাই আমি আগের কোনো অবস্থা ফেরাতে পারছিলাম না।’

কিন্তু বোলার আমির আরও দুর্দান্ত বলে মানেন আমির নিজেই। তাঁর ভাষ্যে, ‘আমি সুইং করাতে পারছি না, ১৩০ গতিতে বল করছিলাম। কিন্তু আমি জানি আরও গতি দেওয়ার সামর্থ্য আমার আছে। ১৪০ গতিতে বোলিং করতে পারি আমি। সুইংও ফেরাতে পারবো।’

বিশ্বকাপের মঞ্চে মাঝারি মানের পারফরম্যান্স করে দল থেকে বাদ পড়েন আমির। যা নাড়া দেয় আমিরকে। তিনি দুই বছর নন, নিজের সেরা পারফরম্যান্স দিয়ে লম্বা সময় পাকিস্তানকে সার্ভিস দিতে চান বলে বিশ্বকাপের সময় টেস্ট থেকে অবসরের পরিকল্পনা করেন আমির।

পাকিস্তানি এই পেসারের ভাষ্যে, ‘আমি দুই বছরের মধ্যে আমার ক্যারিয়ার শেষ করতে চাইনি। এছাড়াও বিশ্বকাপের পর আমি দল থেকেও ছিটকে যাই। তখনই আমি বুঝতে পারি দলের জন্য আরও ৫/৬ বছর নিজের সেরা ফর্মে খেলতে আমাকে টেস্ট খেলা ছেড়ে দিতে হবে। কারণ আমি টেস্ট খেলার কারণে শরীরকে সুস্থ হতে যথেষ্ট সময় দিতে পারছিলাম না। আসলে ৩ ম্যাচের মধ্যে একটিতে ভালো খেলে দলে থাকতে চাইনি আমি। আমি সেরাদের দলে থাকতে চাই। আর তাই আমার এমন সিদ্ধান্ত।’


ঢাকা/কামরুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়