ঢাকা     মঙ্গলবার   ১৪ মে ২০২৪ ||  চৈত্র ৩১ ১৪৩১

আগস্টে অনুশীলনে ফিরছেন সাকিব

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৩, ২৪ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
আগস্টে অনুশীলনে ফিরছেন সাকিব

তিনি ফিরবেন, তার চেনা রূপে! ক্রিকেট বিশ্বকে আবার মহিমান্বিত করবেন আপন সৌরভে! তিনি আর কেউ নন, বাংলাদেশ ক্রিকেটের ব্র্যান্ড, পোস্টার বয়, দেশসেরা তারকা; উপাধি কি কখনো যথেষ্ট সাকিব আল হাসানের জন্য?

হ্যাঁ, সাকিব ফিরছেন আর ৯৭ দিন পরে। তার ফেরার পানে পথ চেয়ে থাকা কোটি ক্রিকেটভক্তদের জন্য সাকিব জানিয়েছেন, সামনের মাস থেকে অনুশীলন শুরু করবেন তিনি। তিন মাসের মধ্যে সবুজ ক্যানভাসে আলো ছড়ানোর জন্য যথেষ্ট ফিট করে তুলবেন নিজেকে। ইএসপিএনক্রিকইনফোর অনুষ্ঠান ‘ক্রিকেটবাজি’-তে সঞ্চালক দ্বীপ দাসগুপ্তকে এমন তথ্য দিয়েছেন সাকিব নিজে।

গত বছরের ২৯ অক্টোবর নিষিদ্ধ হওয়ার পর থেকে মাঠে নেই সাকিব। বিভিন্ন চ্যারিটি কাজের পাশাপাশি, পরিবারকে সময় দিয়ে যাচ্ছিলো দেশসেরা এই অলরাউন্ডারের সময়। এরপর করোনা পরিস্থিতিতে পুরোবিশ্ব কার্যত থমকে গেছে। সে সময় নিজের চ্যারিটি প্রতিষ্ঠানের মাধ্যমে মানুষকে সাহায্য করার পাশাপাশি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান সাকিব। উদ্দেশ্যে দ্বিতীয় সন্তানের আগমন। এপ্রিলের ২৪ তারিখে দ্বিতীয় কন্যার বাবা হওয়া সাকিব এখনও আছেন পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে।

সেখান থেকে যোগ দিয়েছেন দ্বীপ দাসগুপ্তের সঙ্গে। ক্রিকেটবাজির এই সঞ্চালক সাকিবের কাছে জানতে চান, ‘কোভিড-১৯ এর এই সময় দাঁড়িয়ে তুমি কি ফেরা উপলক্ষ্যে কোনো ট্রেনিং শুরু করেছো?’

এর উত্তরে সাকিব বলেছেন, ‘আমি আগামী মাস (আগস্ট) থেকে ট্রেনিংয়ে ফেরার পরিকল্পনা করেছি। এখনো আমার সামনে তিন মাসের মতো বাকি আছে। আমি মনে করি, মাঠে ফেরার জন্য নিজেকে তিন মাসের মধ্যে প্রস্তুত করতে পারবো।’

এখন পর্যন্ত ফিটনেস নিয়ে কোনো কাজই করেননি জানিয়ে সাকিব আরও যোগ করেন, ‘আমি এখন পর্যন্ত কিছু করিনি। তবে আমি বিশ্বাস করি, সামনের তিন মাসের মধ্যে আমি ক্রিকেটে ফেরার মতো কাঙ্খিত ফিটনেসে পৌঁছাতে পারবো। আপাতত আমার এটাই পরিকল্পনা।’

পুনরায় অনুশীলন শুরু করার আগে সাকিব এই সময়টা তার পরিবারকে দিতে চান জানিয়ে আরও বলেন, ‘আগামী দুই তিন সপ্তাহ আমি আমার বাচ্চা এবং পরিবারকে সময় দিবো। এরপর আমি আবার আমার ক্রিকেটের জন্য প্রস্তুতি নিবো।’

এদিকে করোনার এই সময় শেষে সবাই আবার ক্রিকেটে ফিরতে চায় জানিয়ে সাকিব বলেন, ‘শেষ চার পাঁচ মাস কোনো ক্রিকেট নেই মাঠে। যা খুবই হতাশার। আমার মনে হয়, সবাই মাঠে ফিরতে আকূল হয়ে আছে। এই মুহূর্তে, দুটি দল ক্রিকেট খেলছে। যা অন্য দলগুলোকেও ক্রিকেট খেলার জন্য আগ্রহী করে তুলবে বলে আমার বিশ্বাস। যেসব দেশে করোনা নিয়ন্ত্রণে যেমন নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজের মধ্য দিয়ে আবার ক্রিকেট আগের মতো ফিরবে।’


ঢাকা/কামরুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়