ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

গাজীর ব্যাটে মান বাঁচলো বরিশালের

ইএইচ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২২, ১৯ এপ্রিল ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গাজীর ব্যাটে মান বাঁচলো বরিশালের

রবিশাল ও রংপুরের ম্যাচের একটি দৃশ্য

ক্রীড়া প্রতিবেদক
ঢাকা, ১৯ এপ্রিল : টেস্ট ক্রিকেটে শতক হাঁকানোর অভিজ্ঞতা আছে সোহাগ গাজীর। বোলার কাম ব্যাটসম্যান হিসেবে বেশ খ্যাতি আছে তার। শনিবারও সেই খ্যাতির প্রতি সুবিচার করেন তিনি।

ওয়ালটন জাতীয় ক্রিকেট লিগের সপ্তম রাউন্ডের প্রথম দিনে রংপুরের বিপক্ষে বরিশালের ইনিংসকে একাই বাঁচান ডানহাতি ব্যাটসম্যান গাজী। ৬৭ বলে ৮৭ রানের মূল্যবান ইনিংস খেলে দলকে ২৮৯ রানের সংগ্রহ পাইয়ে দেন তিনি।

গাজীর ইনিংসে ছিল ৬টি চার ও ৫টি ছয়ের মার। শেষ দিকে গাজীকে সঙ্গ দেন কামরুল ইসলাম। ৫২ রান করেন তিনি। বল হাতে রংপুরের সোহরাওয়ার্দি শুভ ৩টি এবং তানভির ও সাজেদুল ইসলাম ২টি করে উইকেট নেন।

জবাবে প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমে প্রথম দিন শেষে ২ উইকেট হারিয়ে ৮৯ রান তুলে নেয় রংপুর। সাজঘরে ফিরেছেন তারিক আহমেদ (২৬), কালয়ান আয়িশ (২২)।

অপরাজিত আছেন নাঈম ইসলাম ও নাসির হোসেন। ১টি করে উইকেট নিয়েছেন সোহাগ গাজী ও মনির হোসেন।


রাইজিংবিডি/ইএইচ/আমিনুল


রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়