ঢাকা     শনিবার   ২১ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৬ ১৪৩১

ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেটের ফাইনালে বৃষ্টির শঙ্কা

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:০৫, ২০ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেটের ফাইনালে বৃষ্টির শঙ্কা

ক্রীড়া প্রতিবেদক : ত্রিদেশীয় ফিজিক্যালি চ্যালেঞ্জড টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টর ফাইনাল অনুষ্ঠিত হবে আজ। ফাইনাল ম্যাচে স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হবে ভারত। সকাল সাড়ে দশটায় ম্যাচটি শুরু হওয়ার কথা থাকলেও তাতে বৃষ্টির শঙ্কা রয়েছে।

আগের ম্যাচগুলোর মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মাঠে ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। টুর্নামেন্টের দুই ম্যাচে দুর্দান্ত জয়ে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। অন্যদিকে দুই ম্যাচের একটিতে জিতে বাংলাদেশের সঙ্গী হয়েছে ভারত।

বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কা নিয়ে গত রোববার থেকে শুরু হয়েছে ‘ত্রিদেশীয় ফিজিক্যালি চ্যালেঞ্জড টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট।’জগন্নাথ হল মাঠে একক লিগ পদ্ধতিতে ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। এরই মধ্যে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে শ্রীলঙ্কা। ফাইনালে শিরোপার লক্ষ্যে আজ লড়বে বাংলাদেশ ও ভারত।

ফিজিক্যালি চ্যালেঞ্জড টি-টোয়েন্টি টুর্নামেন্টে পৃষ্ঠপোষকতা করেছে ওয়ালটন গ্রুপ। এই আয়োজনের প্লাটিনিয়াম স্পন্সর হিসেবে রয়েছে ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠানটি।




রাইজিংবিডি/ঢাকা/২০ এপ্রিল ২০১৭/শামীম

রাইজিংবিডি.কম


সর্বশেষ

পাঠকপ্রিয়