ঢাকা     মঙ্গলবার   ০৭ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৩ ১৪৩১

ওয়ালটন অনূর্ধ্ব-১৮ ফুটবল টুর্নামেন্ট শুরু

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৮, ১৩ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ওয়ালটন অনূর্ধ্ব-১৮ ফুটবল টুর্নামেন্ট শুরু

ক্রীড়া প্রতিবেদক : ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে আজ শুক্রবার থেকে শুরু হয়েছে ‘ওয়ালটন অনূর্ধ্ব-১৮ ফুটবল টুর্নামেন্ট-২০১৮-২০১৯’। প্রিমিয়ার লিগে খেলা ১২টি দলের অনূর্ধ্ব-১৮ বছর বয়সী খেলোয়াড়দের নিয়ে এই টুর্নামেন্ট চলবে চলতি মাসব্যাপী।

উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় সাইফ স্পোর্টিং ক্লাব ও নোফেল স্পোর্টিং ক্লাব। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। ম্যাচের ৩১ মিনিটে সাইফ স্পোর্টিং ক্লাবের সানিয়াত পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন। আর ৪৯ মিনিটে নোফেলের মেজবাহ গোল করে সমতা ফেরান। এই সমতা নিয়েই শেষ হয় ম্যাচটি।

দিনের অপর ম্যাচে মুখোমুখি হয় চট্টগ্রাম আবাহনী ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। এ রিপোর্ট লেখা পর্যন্ত ম্যাচটি চলছিল।

তার আগে শুক্রবার বিকেলে বাফুফে সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী (এমপি) ও ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক (গেমস অ্যান্ড  স্পোর্টস, মার্কেটিং) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) টুর্নামেন্টের উদ্বোধন করবেন। এ সময় বাফুফের কার্যনিবার্হী কমিটির অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

প্রিমিয়ার লিগের ১২টি দলের যুব দলকে চারটি গ্রুপে ভাগ করে প্রথম পর্ব রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে। পরবর্তীতে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল হবে। ৩০ সেপ্টেম্বর ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে এই টুর্নামেন্ট।

উল্লেখ্য, টিম বিজেএমসি প্রিমিয়ার লিগে খেললেও অনূর্ধ্ব-১৮ এই টুর্নামেন্টে দল দেয়নি।

টুর্নামেন্টের-

‘এ’ গ্রুপে রয়েছে চট্টগ্রাম আবাহনী, ব্রাদার্স ইউনিয়ন ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ।

‘বি’ গ্রুপে রয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব, আরামবাগ ক্রীড়া সংঘ ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি।

‘সি’ গ্রুপে রয়েছে ঢাকা আবাহনী, মোহামেডান স্পোর্টিং ক্লাব ও বসুন্ধরা কিংস।

‘ডি’ গ্রুপে রয়েছে সাইফ স্পোর্টিং ক্লাব, শেখ রাসেল ক্রীড়া চক্র ও নোফেল স্পোর্টিং ক্লাব।


রাইজিংবিডি/ঢাকা/১৩ সেপ্টেম্বর ২০১৯/আমিনুল

রাইজিংবিডি.কম


সর্বশেষ

পাঠকপ্রিয়