ঢাকা     বুধবার   ২৭ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১২ ১৪৩১

সাকিবের স্পন্সরশিপ চুক্তি বেআইনি : বিসিবি সভাপতি

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৫, ২৬ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সাকিবের স্পন্সরশিপ চুক্তি বেআইনি : বিসিবি সভাপতি

গ্রামীণফোনের সঙ্গে সাকিব আল হাসানের স্পন্সরশিপ চুক্তি সম্পূর্ণভাবে বেআইনী বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এ ব্যাপারে তাকে কোনো ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব বিসিবির অনুমতি না নিয়ে দেশের শীর্ষস্থানীয় মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন-এর পণ্যদূত হয়েছেন।

এর পরিপ্রেক্ষিতে শনিবার বিসিবি কার্যালয়ে ওই মন্তব্য করেন বোর্ড প্রধান নাজমুল হাসান।

নাজমুল হাসান বলেন, ‘বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকা খেলোয়াড়রা কোনো টেলিকম কোম্পানির সঙ্গে চুক্তি করতে পারবে না। সাকিব সেটা করেছে। তার কাছ থেকে কারণ জানতে চিঠি দেওয়া হচ্ছে। আমরা শুনব সে কী বলে।’

‘আমাদের আইন অনুযায়ী এটা কোনোভাবেই করার কথা নয়, করতে পারে না। এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। সেটা ঐ টেলিকম কোম্পানিও জানে, খেলোয়াড়রাও জানে। ওদের সঙ্গে আমাদের চুক্তি হয়েছে। এটি কেন করল, আগে তো ওকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। সেই কারণে ওকে আমরা চিঠি দিচ্ছি। তবে একটা ব্যাপার হলো এটি কোনোভাবেই সে করতে পারে না, সম্পূর্ণভাবে বেআইনি।’ 

ছাড় দেওয়া হবে কি না, এমন প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি বলেন, ‘প্রশ্নই উঠে না।’ পাশ থেকে বিসিবির পরিচালক মাহবুব আনাম বলেন, ‘আইন ভঙ্গ করলে যেরকম শাস্তি হওয়ার সেরকমই হবে।’

ভারত সফর সামনে রেখে শুক্রবার শুরু হওয়া জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্পের প্রথম দিন ছিলেন না সাকিব। অসুস্থ বোধ করায় প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর থেকে ছুটি নেন অধিনায়ক। শনিবার দ্বিতীয় দিনের অনুশীলনে ছিলেন সাকিব।

 

ঢাকা/ইয়াসিন/পরাগ

রাইজিংবিডি.কম


সর্বশেষ

পাঠকপ্রিয়