ঢাকা     রোববার   ১৩ এপ্রিল ২০২৫ ||  চৈত্র ৩০ ১৪৩১

সুযোগ পেলে ভারতের কোচ হতে প্রস্তুত: আজহারউদ্দীন

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১০, ১৫ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
সুযোগ পেলে ভারতের কোচ হতে প্রস্তুত: আজহারউদ্দীন

কব্জির মোচড়ে পাল্টে দিতে পারতেন ম‌্যাচের চিত্রনাট্য। ২২ গজ কিংবা সবুজ ঘাস; কলার উঁচু করা ছিল তার ট্রেডমার্ক। পরপর তিন টেস্টে শতরান করে বিশ্ব ক্রিকেটে তার আগমন, এ খবর তো সবারই জানা।

ব্যাটটাকেও যেন বানিয়ে ফেলেছিলেন জাদুদণ্ড। তাতেই হয়ে যান ভারতীয় ক্রিকেটের সকলের ভালোবাসার 'আজ্জু'। তিনিই মোহাম্মদ আজহারউদ্দীন। ক্রিকেট বিশ্বে তার ব‌্যাটিং দেখে মুগ্ধ হয়নি এমন একজনকে পাওয়া যাবে না। ৯৯ টেস্টে ৬১২৫ রান ও রঙিন পোশাকে ৩৩৪ ম‌্যাচে ৯৩৭৮ রান সেই প্রমাণই তো দিচ্ছে।

কিন্তু ক‌্যারিয়ারের স্বর্ণসময়ে এমন এক অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে, সেই জেরে উলটপালট সব। ‌ম‌্যাচ ফিক্সিংয়ের অভিযোগ উঠায় খেলা হয়নি শততম টেস্ট। দীর্ঘ কয়েক বছর পর সেই অভিযোগ থেকে মুক্তি পেয়েছেন আজহার। তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আজহারউদ্দীন আবারও ক্রিকেটে ফেরেন। ২২ গজে ফেরা হয়নি। হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের শীর্ষ পদে জায়গা পান তিনি। সেখানেই এখন ক্রিকেটের উন্নতিতে কাজ করে যাচ্ছেন।

তবে স্বপ্ন দেখছেন জাতীয় দলের কোচ হওয়ার। গণমাধ‌্যমে জানিয়েছেন, ভারতীয় দলের কোচ হওয়ার জন‌্য তিনি প্রস্তুত। যদি সুযোগ আসে তাহলে সেই সুযোগটি নেবেন। গালফ নিউজকে দেয়া সাক্ষাৎকারে আজহারউদ্দীন বলেছেন, ‘হ‌্যাঁ আমি কোচ হওয়ার জন‌্য প্রস্তুত। ভারতীয় দলের সঙ্গে কাজ করার সুযোগ যদি আসে আমি ঝাঁপিয়ে পরবো। চোখের পলকও পড়তে দেব না।’রবি শাস্ত্রী বর্তমানে ভারতীয় দলের কোচ হিসেবে কাজ করছেন। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত তার চুক্তি।

ভারতীয় দলের একটি সংস্কৃতিতে বেশ আপত্তি আজহারউদ্দীনের। দলের সঙ্গে প্রচুর সাপোর্টিং স্টাফ কাজ করে। যেমন, হেড কোচ বাদেও, ব‌্যাটিং ও বোলিং কোচ, ফিল্ডিং কোচ। সাথে অন‌্যান‌্যরা তো আছেই। এতো সাপোর্টিং স্টাফ কেন? সেই প্রশ্ন তুলেছেন ভারতের সাবেক অধিনায়ক।

‘বর্তমান সময়ে ভারতীয় দলের সঙ্গে অনেক মানুষ জড়িত থাকে। সাপোর্ট স্টাফদের কথাই বলছি। একটু অবাকই হয়েছি। একটা উদাহরণ দেই, যদি আমি কোনও দলের কোচ হই, আমার বিশেষত্ব হচ্ছে ব‌্যাটিং ও ফিল্ডিং কোচিং। আমি যেখানে থাকব সেখানে ব‌্যাটিং কোচের প্রয়োজন নেই। সত‌্যিই নয় কি?’ – বলেছেন আজহার।

ভারতীয় দলের কোচ হতে আগ্রহ প্রকাশ করলেও বর্তমানে যে দায়িত্ব পালন করছেন সেখানেও কঠিন চ‌্যালেঞ্জ আছে বলে মনে করছেন তিনি।

‘এটা প্রচুর চ‌্যালেঞ্জিং ও খাটুনির কাজ। এখানে স্বীকৃত ২২৬ ক্লাব রয়েছে। প্রত‌্যেককে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে পরিচালনা করতে হয়। আমি তো মনে করি ১৫ জনকে সামলানোর থেকে এখানের কাজটা আরও বেশি কঠিন।’ – যোগ করেন আজহারউদ্দীন।


ঢাকা/ইয়াসিন

রাইজিংবিডি.কম


সর্বশেষ

পাঠকপ্রিয়