এইচপির কোচ টবি র্যাডফোর্ড
ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

ওয়েস্ট ইন্ডিজের সাবেক ব্যাটিং ও সহকারী কোচ টবি র্যাডফোর্ডকে হাই পারফরম্যান্স স্কোয়াডের (এইচপি) প্রধান কোচ পদে নিয়োগ দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) । এক বছরের জন্য তাকে নিয়োগ দিয়েছে বিসিবি। ২০২১ সালের আগস্টে তার মেয়াদ শেষ হবে।
এইচপির প্রধান কোচের দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত র্যাডফোর্ড বলেন, 'বাংলাদেশে দারুণ কিছু উঠতি প্রতিভা আছে। আন্তর্জাতিক মঞ্চে তাদের ভালো করার জন্য সঠিকভাবে গড়ে তোলার কাজটাই আমি করতে চাই। আমাকে প্রধান কোচ হিসেবে দায়িত্ব দেওয়ার জন্য আমি বিসিবির কাছে কৃতজ্ঞ।'
সেপ্টেম্বর-অক্টোবরে তার অধীনে শ্রীলঙ্কায় ক্যাম্প শুরু হবে। র্যাডফোর্ড যোগ দেবেন শ্রীলঙ্কায়। শ্রীলঙ্কা সফরে জাতীয় দলের সঙ্গে যাবে এইচপি স্কোয়াডও। সেখানে জাতীয় দলের সঙ্গে একাধিক প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজ শুরু হলে এইচপি দলও শ্রীলঙ্কা এইচপির সঙ্গে সিরিজ খেলবে।
ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) কোচিং লেভেল-৪ শেষ করা এ কোচ প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছেন মিডলসেক্স ও সাসেক্সের হয়ে। দুই মেয়াদে (২০১২-১৩ ও ২০১৬-২০১৯) ওয়েস্ট ইন্ডিজ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং ও সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া গ্ল্যামরগান ও মিডলসেক্সের প্রধান কোচ ছিলেন তিনি।
এছাড়া ইসিবি ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের পরামর্শক ছিলেন র্যাডফোর্ড। এ সময়ে বিভিন্ন যুব দল নিয়ে কাজ করেছেন। ৪৮ বছর বয়সি এ কোচ প্রথমবারের মতো এশিয়ার কোনো দেশের সঙ্গে কাজ করতে যাচ্ছেন।
ঢাকা/ইয়াসিন