সেই ছক্কাবৃষ্টিতে আবেগতাড়িত যুবরাজ এবং ব্রড
১৯ সেপ্টেম্বর ২০০৭, দক্ষিণ আফ্রিকার ডারবানে ইতিহাস সৃষ্টি করেছিলেন ভারতের সাবেক ক্রিকেটার যুবরাজ সিং। ক্রিকেট ইতিহাসের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে ওভারে ছয় ছক্কা হাঁকানোর কীর্তি গড়েন যুবরাজ।
ভারতের সাবেক এই ক্রিকেটারের কীর্তি গড়ার পথে বোলিং প্রান্তে ছিলেন ইংলিশ তরুণ পেসার স্টুয়ার্ট ব্রড। বর্তমান সময়ে ইংল্যান্ডের সর্বকালের সেরা টেস্ট বোলার হওয়ার পথে এগুনো ব্রডকে সেদিন ওভারে ছয় ছক্কা হাঁকিয়ে মাত্র ১২ বলে হাফসেঞ্চুরির দেখা পান যুবরাজ। যা আজও টি-টোয়েন্টি এবং সব ধরণের ক্রিকেটের সবচেয়ে দ্রুততম ফিফটি।
তের বছর পর সেই দিনের স্মৃতি আবার রোমন্থন করলেন যুবরাজ। নিজের টুইটার অ্যাকাউন্টে এক টুইটে ফিরিয়ে আনলেন ছয় ছক্কা হাঁকানোর সেই স্মৃতি। যুবরাজের সেই টুইটের উত্তর দিয়েছেন ঝড়ের শিকার হওয়া ব্রডও।
যুবরাজ নিজের টুইটারে সেই ম্যাচে ছক্কা হাঁকানোর একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘সময় কত দ্রুত চলে যায়।’ এরসঙ্গে হ্যাশট্যাগ দিয়ে ব্যাট-বলের ইমোজি দিয়ে লিখেছেন স্মৃতি!!
যুবরাজের পোস্টে রিটুইট করেন ব্রড। এই ইংলিশ পেসার নিজের রিটুইটে লিখেছেন, ‘সময় দ্রুত যায়, তবে সে ম্যাচে বল যেভাবে দ্রুত সীমানা পার করছিল; সম্ভবত তার চেয়েও ধীরে।’
যুবরাজের আগে দক্ষিণ আফ্রিকার হার্শেল গিবস আন্তর্জাতিক ক্রিকেটে ওভারে ছয় ছক্কা হাঁকানোর কীর্তি গড়েন। ২০০৭ ওয়ানডে বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে গড়েন এই কীর্তি। একই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী আসরে যুবরাজ দ্বিতীয় ক্রিকেটার হিসেবে গড়েন একই কীর্তি।
ঢাকা/কামরুল