শুরুর ম্যাচে বাটলারকে পাচ্ছে না রাজস্থান
রাজস্থান রয়্যালস তাদের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রথম ম্যাচে জস বাটলারকে পাচ্ছে না। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) শারজায় চেন্নাই সুপার কিংসের বিপক্ষে না থাকার কথা নিজেই ভক্তদের জানিয়েছেন ইংলিশ ব্যাটসম্যান।
এই আইপিএলে পরিবারকে সঙ্গে এনেছেন বাটলার। সংযুক্ত আরব আমিরাতে পৌঁছানোর পর থেকে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে আছেন। তাই প্রথম ম্যাচে খেলবেন না তিনি। রাজস্থান রয়্যালসের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে লাইভে এই ব্যাটসম্যান বলেছেন, ‘দুর্ভাগ্যজনকভাবে আমি রাজস্থানের প্রথম ম্যাচ খেলতে পারবো না। কারণ আমি কোয়ারেন্টাইনে আছি, আমার পরিবারকেও সঙ্গে এনেছি। সবচেয়ে দারুণ ব্যাপার হলো এখানে আমার পরিবারকে সঙ্গে রাখার অনুমতি দিয়েছে রাজস্থান।’
সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে সীমিত ওভারের সিরিজ শেষে ইংল্যান্ড থেকে আইপিএল খেলতে এসেছেন বাটলার। একের পর এক জৈব সুরক্ষা বলয়ের মধ্যে থাকায় তার কোয়ারেন্টাইনের দরকার ছিল না। তাছাড়া করোনা পজিটিভ না হলে কোয়ারেন্টাইনের বাধ্যবাধকতা জারি করেনি দুবাই কর্তৃপক্ষ। কিন্তু আইপিএলের বাধ্যতামূলক ছয় দিনের কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে বাটলারকে।
রাজস্থানে ক্যাম্পে এখনও যোগ দেননি আরেক ইংলিশ ক্রিকেটার বেন স্টোকস। ব্যক্তিগত কারণে তিন এখন পরিবারের সঙ্গে নিউজিল্যান্ডে আছেন। তার আইপিএলে যোগ দেওয়ার ব্যাপারে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ফ্রাঞ্চাইজি। তবে বাটলারের আশা তার ইংলিশ সতীর্থ ফিরবেন শিগগিরই। ইংল্যান্ডের ব্যাটসম্যান বলেছেন, ‘আশা করি (স্টোকস আমিরাতে আসবে)। আমি মনে করি এই মুহূর্তে বেন পরিবারের সঙ্গে কিছু সময় কাটাচ্ছে। প্রত্যেকের ভাবনায় সে আছে। সে খুব ভালো খেলোাড়, আশা করি গোলাপি জার্সিতে সে একসময় আমাদের সঙ্গে যোগ দেবে।’
ঢাকা/ফাহিম