ঢাকা     বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১০ ১৪৩১

বার্সা ছেড়ে ইন্টারের হলেন ভিদাল

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৯, ২২ সেপ্টেম্বর ২০২০  
বার্সা ছেড়ে ইন্টারের হলেন ভিদাল

বার্সেলোনা ছেড়ে আর্তুরো ভিদালের ইন্টার মিলানে যাওয়া নিয়ে কোনও সংশয় ছিল না। সোমবার এলো আনুষ্ঠানিক ঘোষণা। দুই বছরের চুক্তিতে ভিদালের সই করার খবর নিশ্চিত করেছে সিরি আ জায়ান্টরা।

পাঁচ বছর পর সিরি আ’তে ফিরলেন জুভেন্টাসের সাবেক খেলোয়াড়। ২০১১-১২ থেকে টানা চার মৌসুম তুরিনের ওল্ড লেডির সঙ্গে দারুণ সব সাফল্যের পর জার্মানি পাড়ি দেন ভিদাল। বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখের সঙ্গে তিনটি লিগ শিরোপা জেতেন এবং বার্সেলোনার সঙ্গেও ছুঁয়ে দেখেন লা লিগা ট্রফি।

এবার ইতালিতে জুভেন্টাসের আধিপত্য কেড়ে নেওয়ার লক্ষ্যে সাবেক কোচ আন্তোনিও কন্তের সঙ্গে যোগ দিলেন ৩৩ বছর বয়সী চিলিয়ান মিডফিল্ডার। চুক্তি অনুযায়ী ২০২২ সাল পর্যন্ত বার্ষিক ৬০ লাখ ইউরো পাবেন ভিদাল। বার্সা জানিয়েছে, তার ট্রান্সফার ফি ১০ লাখের মতো।

আরো পড়ুন:

ক্লাবের অফিসিয়াল ওয়েবসাইট এক বিবৃতি দিয়ে জানায়, ‘আর্তুরো ভিদাল আনুষ্ঠানিকভাবে একজন ইন্টার খেলোয়াড়। এফসি বার্সেলোনা থেকে স্থায়ী ভিত্তিতে ইন্টারে যোগ দিয়েছেন চিলিয়ান মিডফিল্ডার। আজ থেকে ভিদাল নেরাজ্জুরিদের সামনের সারিতে থাকবেন ভিদাল। উদ্দেশ্য একই- লড়াই, আত্মনিবেদন ও জয়। ইন্টারে স্বাগতম আর্তুরো।’

ঢাকা/ফাহিম


সর্বশেষ

পাঠকপ্রিয়