ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

করোনায় আক্রান্ত ইব্রাহিমোভিচ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৬, ২৪ সেপ্টেম্বর ২০২০  
করোনায় আক্রান্ত ইব্রাহিমোভিচ

এসি মিলানের তারকা সুইডিশ ফরোয়ার্ড জ্লাতান ইব্রাহিমোভিচ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ক্লাবের পক্ষ হতে আজ (বৃহস্পতিবার) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ইতিমধ্যে নিজ বাড়িতে কোয়ারেন্টাইন পালন করা শুরু করেছেন ৩৮ বছর বয়সী এই ফুটবলার। এসি মিলানের জন্য ইব্রার করোনায় আক্রান্ত হওয়ার খবরটি বড় অসময়ে এলো। ইউরোপা লিগের কোয়ালিফাইং রাউন্ডে আজ রাতে বোদোর বিপক্ষে মাঠে নামার কথা এসি মিলানের।

মৌসুমের শুরুর দুই ম্যাচে তিন গোল করা এই ফুটবলার আজ রাতে দলের স্কোয়াডে ছিলেন। কিন্তু করোনার কারণে ছিটকে গেলেন তিনি। এদিকে ক্লাবের সর্বশেষ করোনা টেস্টে ইব্রাহিমোভিচ ছাড়া আর কারো পজিটিভ রিপোর্ট আসেনি।

আরো পড়ুন:

সিরি আর নতুন মৌসুমের প্রথম ম্যাচে বোলোনিয়ার বিপক্ষে ইব্রার জোড়া গোলে ২-০ গোলের জয় দেখেছিল এসি মিলান।

ঢাকা/কামরুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়