ঢাকা     সোমবার   ১৮ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৩ ১৪৩১

জনপ্রিয়তার কারণে আমার ভোট বাড়ছে: সালাহউদ্দিন

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:০৮, ৪ অক্টোবর ২০২০   আপডেট: ১৭:২১, ৬ অক্টোবর ২০২০
জনপ্রিয়তার কারণে আমার ভোট বাড়ছে: সালাহউদ্দিন

চতুর্থ মেয়াদে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি নির্বাচিত হয়েছেন কাজী সালাহ্উদ্দিন।

শনিবার (৩ অক্টোবর) হোটেল সোনারগাঁওয়ে অনুষ্ঠিত বাফুফের নির্বাচনে ১৩৫ ভোটের মধ্যে ৯৪ ভোট পেয়ে চতুর্থবারের মতো সভাপতি নির্বাচিত হন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাদল রায় পেয়েছেন ৪০ ভোট।

নির্বাচন শেষে মধ্যরাতে এক সম্মেলনে সালাহউদ্দিন জানিয়েছেন তার ভোট বাড়ছে। বাড়ছে জনপ্রিয়তা।

আরো পড়ুন:

সালাহউদ্দিন বলেছেন, ‘নির্বাচনের আগে ভোটারদের নিয়ে মিডিয়ায় অনেক কথা শুনেছি। ভোটাররা নাকি আমাকে ভোট দেবেন না, এমনও অনেক কথা শুনেছি। আমি ২০০৮ সালের নির্বাচনে ৮০ ভোট পেয়ে জিতেছিলাম। পরের নির্বাচনে ৮৪ ভোটে জিতে সভাপতি হয়েছিলাম। এবার কিন্তু আমি পেয়েছি ৯৪ ভোট। আমি তো দেখতেছি আমার ভোট বাড়ছে। মানুষ যাই বলুক না কেন, ফুটবল যারা করেন, ফুটবল যারা বোঝেন ও যারা ফুটবলের সঙ্গে আছেন তাদের কাছে তো আমি জনপ্রিয়। ধন্যবাদ সবাইকে।’

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়