ঢাকা     রোববার   ২৪ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৯ ১৪৩১

ফ্রেঞ্চ ওপেনের শেষ আটে জোকোভিচ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৫, ৫ অক্টোবর ২০২০   আপডেট: ০৮:১৯, ৬ অক্টোবর ২০২০
ফ্রেঞ্চ ওপেনের শেষ আটে জোকোভিচ

প্যারিসে দ্বিতীয় গ্র্যান্ড স্লাম জয়ের পথে আরও এক ধাপ এগোলেন নোভাক জোকোভিচ। সার্বিয়ান শীর্ষ বাছাই সোমবার ফ্রেঞ্চ ওপেনের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন।

কারেন খাচানোভের বিপক্ষে রোলাঁ গারোঁয় এই আসরে এখন পর্যন্ত সবচেয়ে কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েছিলেন ২০১৬ সালের চ্যাম্পিয়ন জোকোভিচ। কিন্তু তারপরও সরাসরি সেটে জিতেছেন।

ম্যাচ শেষে ১৭টি গ্র্যান্ড স্লাম জয়ী জোকোভিচ বলেছেন, ‘এটা ছিল সমানে সমান লড়াই। ফল যা দেখাচ্ছে তার চেয়েও কঠিন ম্যাচ ছিল এটা।’

আরো পড়ুন:

১৫তম বাছাই ও রাশিয়ান প্রতিদ্বন্দ্বীকে ৬-৪, ৬-৩, ৬-৩ গেমে হারিয়েছেন জোকোভিচ। এতে প্যারিসে টানা ১১তম আসরে কোয়ার্টার ফাইনালে সার্ব তারকা।

জোকোভিচ এই জয়ে রেকর্ড ১৪ বার ফ্রেঞ্চ ওপেনের কোয়ার্টার ফাইনালে ওঠা রাফায়েল নাদালের পাশে বসেছেন।

শেষ আটে জোকোভিচের প্রতিপক্ষ ড্যানিয়েল অল্টমায়ের ও পাবলো কারেনো বুস্তার মধ্যকার শেষ ষোলোর ম্যাচ বিজয়ী।

উন্মুক্ত যুগের প্রথম খেলোয়াড় হিসেবে দুইবার ক্যারিয়ার গ্র্যান্ড স্লাম অর্জনের লক্ষ্য নিয়ে এগোচ্ছেন জোকোভিচ। 

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়