ফ্রেঞ্চ ওপেনে আর্জেন্টাইন কোয়ালিফায়ারের ইতিহাস
ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম
সেমিফাইনালে উঠেছেন নাদিয়া পোদোরোস্কা
নাদিয়া পোদোরোস্কা যে প্রথমবার কোনও গ্র্যান্ড স্লামে খেলছেন, মনেও হয়নি। কোয়ালিফায়ার খেলে ফ্রেঞ্চ ওপেনের টিকিট পেয়ে বাজিমাত করে দেখালেন এই আর্জেন্টাইন। প্রথম গ্র্যান্ড স্লামেই মেয়েদের এককের সেমিফাইনালে উঠলেন ২৩ বছর বয়সী।
মঙ্গলবারের কোয়ার্টার ফাইনালে বিশ্বের ১৩১ নম্বর র্যাংকিংধারী পোদোরোস্কা মুখোমুখি হন তৃতীয় বাছাই এলেনা সোভিতোলিনার। প্রথমবার শীর্ষ ২০ এর কোনও খেলোয়াড়ের বিপক্ষে কোর্টে নেমে দুরন্ত এক জয় পেলেন ৬-২, ৬-৪ গেমে। ফ্রেঞ্চ ওপেনের ইতিহাসে প্রথমবার কোনও কোয়ালিফায়ার খেলোয়াড় সেমিফাইনালে উঠলেন।
শেষ চারে পোদোরোস্কার প্রতিদ্বন্দ্বী নির্ধারিত হবে ইগা সিওয়াটেক ও মার্তিনা ট্রেভিসানের মধ্যে শেষ আটের ম্যাচের পর।
প্রথমবার ফিলিপ্পে সাত্রিয়ের কোর্টে নেমেই সেমিফাইনাল নিশ্চিতের পর আবেগে আপ্লুত পোদোরোস্কা বলেছেন, ‘ম্যাচ শেষে এখন কথা বলা খুব কঠিন মনে হচ্ছে। তাছাড়া ইংরেজিতে আমি তেমন ভালো নই। সমর্থনের জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি খুব খুশি।’
ঢাকা/ফাহিম