ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

করোনাভাইরাসে আক্রান্ত ইতালির কোচ মানচিনি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৪, ৭ নভেম্বর ২০২০   আপডেট: ১৮:২৬, ৭ নভেম্বর ২০২০
করোনাভাইরাসে আক্রান্ত ইতালির কোচ মানচিনি

করোনাভাইরাসে আক্রান্ত ইতালি জাতীয় ফুটবল দলের কোচ রবার্তো মানচিনি। ইতালিয়ান ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

উয়েফা নেশন্স লিগের দুটি এবং একটি প্রীতি ম্যাচ খেলতে ইতালি ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে সবার করোনা টেস্ট করা হয়। আর সেখানে করোনা পজিটিভ ধরা পড়ে ৫৫ বছর বয়সী এই কোচের। যদিও এই কোচের শরীরে কোনো প্রকারের উপসর্গ ছিলো না। ইতিমধ্যে নিজ বাড়িতে আইসোলেশনে আছেন মানচিনি।

চলতি সপ্তাহ প্রীতি ম্যাচ দিয়ে শুরু হবে ইতালিয়ান ফুটবলারদের এবারের আন্তর্জাতিক বিরতি। কিন্তু কোচকে পাশে পাবে কিনা সেই বিষয়ে এখনো কোনো নিশ্চয়তা দিতে পারেনি দেশটির ফুটবল ফেডারেশন। তবে উয়েফা এবং ইতালিয়ান ফুটবল ফেডারেশনের করোনা নিয়ম মেনে নেগেটিভ হয়ে ফিরতে পারলে ডাগআউটে দেখা যেতে পারে এই কোচকে।

আরো পড়ুন:

আসন্ন আন্তর্জাতিক বিরতিতে আগামী বুধবার প্রীতি ম্যাচে ঘরের মাঠে এস্তোনিয়ার বিপক্ষে ম্যাচ খেলবে ইতালি। এরপর উয়েফা নেশন্স লিগে ১৫ নভেম্বর নিজেদের মাঠে পোল্যান্ডের বিপক্ষে ও ১৮ নভেম্বর বসনিয়ার মাঠে খেলবে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা।

ঢাকা/কামরুল


সর্বশেষ

পাঠকপ্রিয়