ঢাকা     বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১০ ১৪৩১

ডি মারিয়ার জোড়া গোলে পিএসজির জয়

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫২, ৮ নভেম্বর ২০২০   আপডেট: ০৯:৫৭, ৮ নভেম্বর ২০২০
ডি মারিয়ার জোড়া গোলে পিএসজির জয়

ইনজুরিতে জর্জরিত প্যারিস সেন্ত জার্মেই। ইনজুরিতে পড়েছেন নেইমার দ্য সিলভা, কালিয়ান এমবাপে, প্রেসনেল কিম্পেম্বে, মাউরো ইকার্দি, মার্কো ভারেত্তি, জুলিয়ান ড্রাক্সলার, জুয়ান বার্নাট ও পাবলো সারাবিয়া। তাদের ছাড়াই শনিবার রাতে লিগ ওয়ানের ম্যাচে মাঠে নামতে হয়েছিল পিএসজিকে। প্রতিপক্ষ ছিল স্টাডে রেঁনেস। তবে অ্যাঙ্গেল ডি মারিয়া জোড়া গোল করে ও গোল করিয়ে ৩-০ ব্যবধানের জয় উপহার দিয়েছেন পিএসজিকে।

শনিবার রেঁনেসের বিপক্ষে ম্যাচের ১১ মিনিটেই এগিয়ে যায় পিএসজি। এ সময় ডি মারিয়ার ক্রস থেকে গোল করেন ইতালিয়ান স্ট্রাইকার মইসে কিয়ান। এটা ছিল চতুর্থ ম্যাচে কিয়ানের তৃতীয় গোল। ২১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ডি মারিয়া। এটা ছিল আর্জেন্টাইন তারকার পিএসজির জার্সি গায়ে ৮৫তম গোল।

বিরতির পর ৭৩ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটিও করেন ডি মারিয়া। তার আগে অবশ্য পিএসজির আরো দুজন খেলোয়াড় ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন। তবে জয় হাতছাড়া হয়নি তাদের।

আরো পড়ুন:

এই জয়ে ১০ ম্যাচ থেকে ২৪ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের শীর্ষেই রয়েছে পিএসজি। সমান ম্যাচ থেকে ১৮ পয়েন্ট সংগ্রহ করে রেঁনেস রয়েছে তৃতীয় স্থানে।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়