ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

করোনা উদ্বেগ নিয়ে ইতালির দল ঘোষণা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩০, ৮ নভেম্বর ২০২০  
করোনা উদ্বেগ নিয়ে ইতালির দল ঘোষণা

করোনাভাইরাস ওলট-পালট করে দিয়েছে ইতালির জাতীয় ফুটবল দলকে। আক্রান্ত হয়েছেন কোচ রবার্তো মানচিনি। প্রাণঘাতী ভাইরাস সিরি ‘আ’র ছয় ক্লাবে হানা দেওয়ায় আন্তর্জাতিক খেলোয়াড়রা আইসোলেশনে। কিন্তু দমে যায়নি ২০০৬ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা। ওই ছয় ক্লাবের খেলোয়াড়দের রেখে ৪১ জনের দল ঘোষণা করেছেন মানচিনি।

বুধবার এস্তোনিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ইতালি। নেশনস লিগ খেলতে ১৫ নভেম্বর বসনিয়া-হার্জেগোভিনার মুখোমুখি হবে তারা, এর তিন দিন আগে পোল্যান্ডকে মোকাবিলা করবে ঘরের মাঠে। শীর্ষস্থান দখল করার মিশনে নামার আগে করোনায় বড় ধাক্কা খেলো আজ্জুরিরা। লিগ এ’র এক নম্বর গ্রুপে নেদারল্যান্ডসের চেয়ে তিন পয়েন্ট পেছনে থেকে দুইয়ে তারা।

করোনায় আক্রান্ত হয়ে রোমে নিজ বাড়িতে আইসোলেশনে আছেন মানচিনি। সেখান থেকেই দল ঘোষণা করেছেন। এই বিশাল বহরে আছেন করোনায় জর্জরিত ফিওরেন্তিনা, জেনোয়া, ইন্টার মিলান, লাৎসিও, রোমা ও সাসসুওলোর খেলোয়াড়রা। 

আরো পড়ুন:

এই ক্লাবগুলোর প্রত্যেক আন্তর্জাতিক খেলোয়াড় আইসোলেশনে আছেন। শোনা যাচ্ছে, অনেকেরই করোনা পজিটিভ হয়েছে। লাৎসিও ফরোয়ার্ড চিরো ইমোবিলও আছেন তাদের মধ্যে। এই ছয় ক্লাবের খেলোয়াড়রা যথাযথ কর্তৃপক্ষের সম্মতিক্রমে দলে যোগ দেবেন বলে জানিয়েছে ইতালিয়ান সংবাদমাধ্যম।

প্রথমবারের মতো ডাক পেয়েছেন আতালান্তা মিডফিল্ডার মাত্তেও পেসিনা ও এসি মিলান ডিফেন্ডার দাভিদ কালাবরিয়া। চার বছরেরও বেশি সময় পর দলে ফিরেছেন বোলোগনা মিডফিল্ডার রবার্তো সোরিয়ানো।

ইতালি দল: 

গোলকিপার: আলেসিও ক্রাগনো, জিয়ানলুইজি দোন্নারুম্মা, অ্যালেক্স মেরেট, সালভাতোরে সিরিগু।

ডিফেন্ডার: ফ্রান্সেস্কো একারবি, ক্রিস্টিয়ানো বিরাঘি, লিওনার্দো বোনুচ্চি, দাভিদ কালাবরিয়া, দোমেনিকো ক্রিস্কিতো, দানিলো ডি’আমব্রোসিও, জিওভান্নি দি লরেঞ্জো, এমার্সন, আলেসান্দ্রো ফ্লোরেঞ্জি, জিয়ানলুকা মানচিনি, আনজেলো ওগবোন্না, লুকা পেল্লেগ্রিনি, আলেসিও রোমাগনোলি, লিওনার্দো স্পিনাজ্জোলা।

মিডফিল্ডার: নিকোলো বারেল্লা, গায়েতানো কাস্ত্রোভিল্লি, ব্রায়ান ক্রিস্তান্তে, রবার্তো গাগলিয়ারদিনি, জর্গিনহো, মানুয়েল লোকাতেল্লি, লরেঞ্জো পেল্লেগ্রিনি, মাত্তেও পেসিনা, রবার্তো সোরিয়ানো, সান্দ্রো তোনালি।র্

ফরোয়ার্ড: আন্দ্রে বেলোত্তি, দোমেনিকো বেরার্দি, ফেদেরিকো বার্নারদেসচি, ফ্রেন্সেস্কো কাপুতো, ফেদেরিকো চিয়েসা, স্তেফান এল সারাওয়ি, ভিনসেঞ্জো গ্রিফো, চিরো ইমোবিল, লরেঞ্জো ইনসিগনে, মোয়াসে কিন, কেভিন লাসাগনা, রিকার্দো ওরসোলিনি, পিয়েত্রো পেল্লেগ্রি।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়