ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

করোনায় আক্রান্ত মিলান কোচ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫২, ১৫ নভেম্বর ২০২০   আপডেট: ১৮:১০, ১৫ নভেম্বর ২০২০
করোনায় আক্রান্ত মিলান কোচ

স্তেফানো পিওলি

এসি মিলানের কোচ স্তেফানো পিওলির করোনাভাইরাস ধরা পড়েছে বলে নিশ্চিত করেছে ক্লাবটি।

কোচের করোনা পজিটিভের খবর প্রকাশ হওয়ার পর শনিবারের ট্রেনিং সেশন বাতিল করে মিলান। পিওলি এখন কোয়ারেন্টাইনে আছেন।

মিলান আরও নিশ্চিত করেছে যে পিওলির কোনও উপসর্গ দেখা যায়নি। খেলোয়াড় ও স্টাফদেরও করোনা পরীক্ষা হয়েছে, সবার নেগেটিভ এসেছে।

আরো পড়ুন:

মিলান তাদের অফিসিয়াল বিবৃতিতে জানায়, ‘এসি মিলান ঘোষণা করছে যে সকালে (শনিবার) করা পরীক্ষার পর স্তেফানো পিওলির পজিটিভ এসেছে। স্বাস্থ্য কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং কোচ তার বাসায় কোয়ারেন্টাইনে আছেন, তার কোনও উপসর্গ নেই।’

তারা আরও যোগ করেছে, ‘ইতালিয়ান ফেডারেশনের স্বাস্থ্যবিধি মেনে নাপোলির ম্যাচ সামনে রেখে সোমবার থেকে শুরু হবে ট্রেনিং।’ দলের বেশিরভাগ খেলোয়াড় আন্তর্জাতিক বিরতিতে নিজ নিজ জাতীয় দলের হয়ে খেলতে ব্যস্ত। বাকিদের নিয়ে নাপোলির বিপক্ষে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে ইতালিয়ান জায়ান্টরা।

এর আগে মিলানের তারকা জ্লাতান ইব্রাহিমোভিচ, দানিয়েল মালদিনি, মাত্তেও গাব্বিয়া ও লিও দুয়ার্তের করোনা হয়েছিল।

সাত ম্যাচ শেষে মিলান সিরি ‘আ’র পয়েন্ট টেবিলের শীর্ষে। পাঁচ জয় ও দুটি ড্রয়ে ১৭ পয়েন্ট তাদের। আন্তর্জাতিক বিরতি শেষে আগামী রোববার নাপোলির মুখোমুখি হবে মিলান।

ঢাকা/ফাহিম


সর্বশেষ

পাঠকপ্রিয়