ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

রোনালদোর জোড়া গোলে জিতলো জুভেন্টাস

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০২, ২২ নভেম্বর ২০২০  
রোনালদোর জোড়া গোলে জিতলো জুভেন্টাস

ইতালিয়ান সিরি’আ লিগে জয় পেয়েছে জুভেন্টাস। শনিবার রাতে ঘরের মাঠে তারা ২-০ গোলে হারিয়েছে কালিয়ারিকে। দুটি গোলই করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো।

আন্তর্জাতিক বিরতির পর জুভেন্টাসের হয়ে শনিবার মাঠে নেমেই বাজিমাত করেন রোনালদো। ম্যাচের ৩৮ মিনিটে গোল করে এগিয়ে নেন দলকে। এটি ছিল লিগে টানা পঞ্চম ম্যাচে পাওয়া তার গোল।

৪২ মিনিটে দূরের পোস্ট দিয়ে আরো একবার বল জালে জড়ান রোনালদো। তাতে জুভেন্টাস এগিয়ে যায় ২-০ ব্যবধানে। এটি ছিল সিরি’আ লিগে চলতি মৌসুমে তার অষ্টম গোল।

আরো পড়ুন:

অবশ্য বিরতির পর কালিয়ারি একবার জুভেন্টাসের জালে বল জড়িয়েছিল। কিন্তু সেটি অফসাইডের কারণে বাতিল হয়। দ্বিতীয়ার্ধে রোনালদো দুটি দারুণ সুযোগ তৈরি করে দিয়েছিলেন সতীর্থদের। কিন্তু দুর্বল ফিনিশিংয়ের কারণে সেগুলো থেকে গোল আদায় করতে পারেনি জুভেন্টাস। শেষ পর্যন্ত রোনালদোর দুটি গোলই ম্যাচের ভাগ্য বদলে দেয়।

এই জয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে জুভেন্টাস। ৮ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ১৬ পয়েন্ট। ৭ ম্যাচ থেকে ১৭ পয়েন্ট নিয়ে এসি মিলান রয়েছে শীর্ষে।

ঢাকা/আমিনুল


সর্বশেষ

পাঠকপ্রিয়