ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

ছিটকে গেলেন ছন্দে থাকা ইব্রাহিমোভিচ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫০, ২৪ নভেম্বর ২০২০   আপডেট: ০৯:২৭, ২৪ নভেম্বর ২০২০
ছিটকে গেলেন ছন্দে থাকা ইব্রাহিমোভিচ

সিরি আর চলতি মৌসুমে জ্লাতান ইব্রাহিমোভিচের অসাধারণ পারফরম্যান্সের সুবাদে পয়েন্ট তালিকার শীর্ষে আছে এসি মিলান। সর্বশেষ ম্যাচেও জোড়া গোল করে এসি মিলানকে ১০ বছর পর নাপোলি দুর্গ জয়ে সাহায্য করেন ইব্রা। তবে ম্যাচের শেষদিকে এসে বাঁ পায়ের পেশীতে চোট পেয়ে মাঠ ছাড়েন এই তারকা ফুটবলার। রোজ্জোনেরির ভারপ্রাপ্ত কোচ দানিয়েলে বোনেরা আশা করেছিলেন, গুরুতর কোনো চোট নয় সেটি। তবে একদিন পর জানা গেলো, চোটের জন্য ছিটকে গেলেন ৩৯ বছর বয়সী এই স্ট্রাইকার।

নাপোলির বিপক্ষে ৩-১ গোলে জেতা ম্যাচে জোড়া গোল করে চলতি মৌসুমে ৬ ম্যাচে ১০ গোল পূর্ণ করেন ইব্রা। তার দল এসি মিলানও এখন পর্যন্ত আট ম্যাচের ৬টি তে জয় এবং ২টি তে ড্র করে ২০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। তবে শেষ ম্যাচের ৭৮ মিনিটে ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন ইব্রা।

দলের তারকা এই খেলোয়াড়ের সেই চোটের বিষয়টি ক্লাব নিশ্চিত করলেও সেরে উঠতে কতদিন লাগবে সেটি জানায়নি রোজ্জোনেরিরা। এক মুখপাত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, তার সেরে উঠতে দুই থেকে তিন সপ্তাহ লাগতে পারে। এর আগে চলতি মৌসুমে করোনাভাইরাসের কারণে ঘরোয়া লিগের দুটি ম্যাচ খেলতে পারেননি ইব্রাহিমোভিচ।

আরো পড়ুন:

ফলে ইউরোপা লিগের ন্যূনতম ৩ ম্যাচ ও ঘরোয়া লিগে ফিওরেন্তিনার বিপক্ষে ম্যাচটিতে না পাওয়ার সম্ভাবনা রয়েছে ইব্রাহিমোভিচকে। ইউরোপা লিগে বৃহস্পতিবার ফ্রান্সের ক্লাব লিলের বিপক্ষে খেলবে মিলান। আগামী ৩ ডিসেম্বর প্রতিযোগিতায় তাদের প্রতিপক্ষ স্কটিশ ক্লাব সেল্টিক। আগামী ১০ ডিসেম্বর স্পার্তা প্রাগের বিপক্ষে ‘এইচ’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচেও তাকে দলে পাওয়া নিয়ে শঙ্কা রয়েছে।

ঢাকা/কামরুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়