ঢাকা     সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১০ ১৪৩১

আতলেতিকোর বিপক্ষে নেই লেভানদোভস্কি-ন্যয়ার

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৩, ৩০ নভেম্বর ২০২০  
আতলেতিকোর বিপক্ষে নেই লেভানদোভস্কি-ন্যয়ার

সলজবুর্গকে গত সপ্তাহে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো নিশ্চিত হয়ে গেছে বায়ার্ন মিউনিখের। তাই নির্ভার থেকে মঙ্গলবার রাতে আতলেতিকো মাদ্রিদের মাঠে নামছে চ্যাম্পিয়নরা। দলের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় রবার্ট লেভানদোভস্কি ও মানুয়েল ন্যয়ারকে বিশ্রাম দেওয়ার খবর নিশ্চিত করেছেন কোচ হান্সি ফ্লিক।

‘এ’ গ্রুপে চার ম্যাচের সবগুলো জিতে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বায়ার্ন। প্রথম দেখায় আতলেতিকোকে তারা ৪-০ গোলে হারিয়েছিল নিজ মাঠে। এরপর লোকোমোতিভ মস্কো ও সলজবুর্গের বিপক্ষে টানা দুটি জয়।

জার্মান কোচ আরও জানিয়েছেন, বায়ার্নের শীর্ষ গোলদাতা লেভানদোভস্কি ও গোলকিপার ন্যয়ারের সঙ্গে ফর্মে থাকা মিডফিল্ডার লিওন গোরেৎকাও বাদ পড়েছেন। কোরেন্তিন তোলিসো, আলফোনসো ডেভিস ও জশুয়া কিমিখ নেই ইনজুরির কারণে।

আরো পড়ুন:

দলে পরিবর্তন আনছেন নিশ্চিত। তবে আস্থা হারাচ্ছেন না ৫৫ বছর বয়সী ফ্লিক। ইউরোপের বর্ষসেরা কোচ বলেছেন, ‘পুরো দলের ওপর আমাদের আস্থা আছে। সেরা রক্ষণের সঙ্গে আছে দ্বিতীয় সেরা আক্রমণভাগ।’

শনিবার স্টুটগার্টকে ৩-১ গোলে হারিয়ে বুন্দেসলিগায় শীর্ষে থেকে ইউরোপিয়ান মঞ্চে নামতে যাচ্ছে বায়ার্ন। ২২ পয়েন্ট নিয়ে তারা এক নম্বরে।

ঢাকা/ফাহিম


সর্বশেষ

পাঠকপ্রিয়