ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

ম্যারাডোনাকে শ্রদ্ধার পর মেসি-বার্সাকে জরিমানা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৮, ৩ ডিসেম্বর ২০২০   আপডেট: ০৯:১৫, ৩ ডিসেম্বর ২০২০
ম্যারাডোনাকে শ্রদ্ধার পর মেসি-বার্সাকে জরিমানা

পরলোকে চলে যাওয়া ডিয়েগো ম্যারাডোনাকে মাঠ থেকে শ্রদ্ধা জানানোর মোক্ষম সুযোগ খুঁজছিলেন লিওনেল মেসি। বার্সেলোনা অধিনায়ক তা পেয়েও যান ওসাসুনার বিপক্ষে লা লিগায়। ৪-০ গোলের জয়ে চতুর্থ গোল করার পর ক্লাব জার্সি খুলে নিউয়েল’স ওল্ড বয়েজের ১০ নম্বর জার্সি পরে আর্জেন্টাইন গ্রেটকে শ্রদ্ধা জানান মেসি। ওই ঘটনার পর পর রেফারি তাকে হলুদ কার্ড দেখান। এখানেই শেষ নয়, তাকে ও বার্সাকে জরিমানা করা হয়েছে।

জরিমানার পরিমাণ খুব বেশি নয়। মেসি ও বার্সাকে সব মিলিয়ে দিতে হবে ৭৮০ ইউরো। আর্জেন্টাইন ফরোয়ার্ডকে করা হয়েছে ৬০০ ইউরো জরিমানা, আর কাতালান ক্লাবকে ১৮০ ইউরো। এই শাস্তির বিরুদ্ধে বার্সা প্রতিবাদ জানালেও তা প্রত্যাখ্যান করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রতিযোগিতা কমিটি।

ম্যারাডোনাকে শ্রদ্ধা জানানোর কারণে এই শাস্তি মওকুফ করার দাবি তুলেছিল বার্সা। কমিটির বিবৃতিতে বলা হয়েছে, মেসির এই আচরণকে তারা শ্রদ্ধা হিসেবে গ্রহণ করেছে। কিন্তু শৃঙ্খলাবিধির আর্টিকেল ৯৩ অনুযায়ী গোল উদযাপনের সময় জার্সি খুললে খেলোয়াড়কে শাস্তি পেতে হবে।

আরো পড়ুন:

মেসির এই শাস্তি মওকুফ করা যেতো, যদি ভুল করে হলুদ কার্ড দেওয়া হতো। এই বুকিংয়ের কারণে এক ম্যাচ নিষেধাজ্ঞার আরও কাছে পৌঁছে গেলেন বার্সা অধিনায়ক।

নিউয়েল’সের সমর্থক মেসি ১৩ বছর বয়সে বার্সায় যোগ দেওয়ার আগে ক্লাবের জুনিয়র টিমে খেলেছিলেন। ১৯৯৩ সালে ক্লাবটিতে ম্যারাডোনার অভিষেক ম্যাচের দিন গ্যালারিতে বসে ছিলেন তিনি।

ঢাকা/ফাহিম


সর্বশেষ

পাঠকপ্রিয়