৫-১ গোলে হেরে চাকরি গেলো ডর্টমুন্ড কোচের
বুন্দেসলিগার এই মৌসুমে শিরোপার অন্যতম প্রতিদ্বন্দ্বী বরুশিয়া ডর্টমুন্ড। কিন্তু গত তিনটি হোম ম্যাচেই হার, যার মধ্যে সর্বশেষটি নবাগত স্টুটগার্টের কাছে। ব্যবধানটা বিশাল, ৫-১ গোলের। এই লজ্জার পরাজয়ে কোচ লুসিয়েন ফাভ্রেকে বরখাস্ত করেছে ডর্টমুন্ড।
এক বিবৃতিতে ডর্টমুন্ডের চেয়ারম্যান হ্যান্স-জোয়াখিম ওয়াৎজকে বলেছেন, ‘গত আড়াই বছর ধরে চমৎকার কাজের জন্য আমরা লুসিয়েন ফাভ্রের কাছে কৃতজ্ঞ। তিনি ও তার দল গত দুইবারের চ্যাম্পিয়নশিপসে রানার-আপ। একজন পেশাদার ও একজন ব্যক্তি হিসেবে ফাভ্রে কোনও সংশয়ের ঊর্ধ্বে।’
সহকারী কোচ এদিন টার্জিক ভারপ্রাপ্ত কোচের দায়িত্বে থাকবেন এই মৌসুম শেষ হওয়া পর্যন্ত। তার সঙ্গে কোচিং দলে যুক্ত হবেন ওট্টো আড্ডো ও সেবাস্তিয়ান গেপ্পার্ট।
স্পোর্টিং ডিরেক্টর মাইকেল জোর্ক বলেছেন, ‘এই পদক্ষেপ নেওয়া ছিল খুব কঠিন। কিন্তু আমাদের মনে হয়েছে দলের এই নেতিবাচক অগ্রগতির সময় এটা করতেই হতো।’
কোলোনে, ফ্রাঙ্কফুর্ট ও স্টুটগার্টের বিপক্ষে শেষ তিন ম্যাচে মাত্র এক পয়েন্ট পেয়ে ডর্টমুন্ড নেমে গেছে বুন্দেসলিগা টেবিলের পঞ্চম স্থানে। সর্বশেষ হারের পর ফাভ্রে বলেছিলেন, ‘এটা বিপর্যয়। এটা ছিল খুব খারাপ।’
২০১৮ সালের গ্রীষ্মে বাজে অবস্থার মধ্যে ডর্টমুন্ড নিয়োগ দেয় ফাভ্রেকে। ওইবার গোল ব্যবধানে চ্যাম্পিয়নস লিগ খেলার যোগ্যতা লাভ করে তারা। প্রথম বছরে বুন্দেসলিগা অভিযাত্রায় দারুণ ছিল ডর্টমুন্ড। কিন্তু স্থানীয় প্রতিপক্ষ শালকের কাছে হোম ম্যাচ হেরে রানার্স আপ হতে হয়। গত মৌসুমেও দ্বিতীয় স্থানে থেকে আসর শেষ করে। এই মৌসুমেই শেষ হতো তার তিন বছরের চুক্তি।
ঢাকা/ফাহিম