ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১১ ১৪৩১

রোনালদোর পেনাল্টি মিসে জুভেন্টাসের হোঁচট

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪২, ১৭ ডিসেম্বর ২০২০   আপডেট: ১১:৪৮, ১৭ ডিসেম্বর ২০২০
রোনালদোর পেনাল্টি মিসে জুভেন্টাসের হোঁচট

আতালান্তার বিপক্ষে ঘরের মাঠে পয়েন্ট খোঁয়ালো সিরি ‘এ’ চ্যাম্পিয়ন জুভেন্টাস। জিতেই মাঠ ছাড়তে পারতো তারা। তবে ক্রিস্টিয়ানো রোনালদোর পেনাল্টি মিসে হোঁচট খেয়েছে তারা। অ্যালিয়েঞ্জ স্টেডিয়ামে ১-১ গোলে করেছে জুভরা।

ফেডেরিকো চিয়েসার চমৎকার স্ট্রাইকে প্রথমার্ধে এগিয়ে গিয়েছিল ইতালিয়ান চ্যাম্পিয়নরা। কিন্তু বিরতির পর ৫৭ মিনিটে রেমো ফ্রুয়েলারের শক্তিশালী শটে জাল কাঁপায় আতালান্তা। অতিথিরা সমতা ফেরানোর চার মিনিট পর রোনালদো দলকে জেতানোর সুযোগ নষ্ট করেন। চিয়েসা বক্সের মধ্যে পড়ে গেলে পেনাল্টি থেকে পর্তুগিজ তারকার দুর্বল শট সহজে ঠেকান পিয়েরলুইগি গোল্লিনি। অথচ বার্সেলোনা ও জেনোয়ার বিপক্ষে আগের দুই ম্যাচে চারটি গোলই তিনি করেছিলেন পেনাল্টি থেকে।

এছাড়া ম্যাচের শুরুতে আলভারো মোরাতার হাস্যকর ভুল ছিল চোখে পড়ার মতো। গোলপোস্ট ফাঁকা পেয়েও তাড়াহুড়ো করে ব্যাকহিল শট নেন তিনি, বল চলে যায় গোলবারের বাইরে দিয়ে। দ্বিতীয়ার্ধে তার শট ঠেকান গোল্লিনি। রোনালদোর পেনাল্টি মিসের চেয়ে মোরাতার ভুল শট ক্ষুব্ধ করেছে কোচ আন্দ্রে পিরলোকে, ‘তার ওই মিসটি দেখে আমি রেগে গিয়েছিলাম। এমনটা মেনে নেওয়া যায় না।’ 

আরো পড়ুন:

আতালান্তাও পরে একাধিক সুযোগ নষ্ট করে। জুভেন্টাসের রক্ষাকর্তা হিসেবে আবির্ভূত হন গোলকিপার উজচেখ শেসনি। ডুয়াভান জাপাতা, ক্রিস্টিয়ান রোমেরো ও আলেহান্দ্রো গোমেজের বিপজ্জনক শট প্রতিহত করেন তিনি।

এই ড্রয়ে শীর্ষ দল এসি মিলানের (২৮) সঙ্গে জুভেন্টাসের ব্যবধান চার পয়েন্টের। জেনোয়ার মাঠে ২-২ গোলে হোঁচট খেয়েছে মিলানও। জুভেন্টাস ১২ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে তিনে পিরলোর দল। 

ম্যাচটা জিততে না পারায় হতাশ জুভেন্টাস কোচ, ‘এসব ম্যাচের ফল সবসময় নিজেদের পক্ষে রাখতে হয়। আমরা অনেক সুযোগ পেয়েছিলাম, কিন্তু তা কাজে লাগাতে পারিনি।’

ঢাকা/ফাহিম


সর্বশেষ

পাঠকপ্রিয়