ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১১ ১৪৩১

রোনালদোর জোড়া গোলে জুভেন্টাসের বড় জয়

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৫৭, ২০ ডিসেম্বর ২০২০   আপডেট: ১৩:০৫, ২০ ডিসেম্বর ২০২০
রোনালদোর জোড়া গোলে জুভেন্টাসের বড় জয়

ইতালিয়ান সিরি’আ লিগে শনিবার রাতে বড় জয় পেয়েছে জুভেন্টাস। তারা ৪-০ গোলে হারিয়েছে পার্মাকে। এমন জয়ে জোড়া গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এটা ছিল সিরি’আ লিগের চলতি মৌসুমে তার ১২তম গোল। যা তিনি করেছেন মাত্র ৯ ম্যাচে। পাশাপাশি ৩৫ বছর বয়সী এই পর্তুগীজ তারকা দারুণ ফর্মে থাকা ইন্টার মিলানের রোমেলু লুকাকু ও এসি মিলানের জ্লাতান ইব্রাহিমোভিচকেও পেছনে ফেলেছেন। ইব্রা ও লুকাকু করেছেন ১০ গোল।

পার্মার বিপক্ষে রোনালদো (২৬ ও ৪৮ মি.) ছাড়া গোলের দেখা পেয়েছেন আলভারো মোরাতা (৮৫ মি.) ও দিজান ক্লুসেভেস্কি (২৩ মি.)। অবশ্য তাদের পাশাপাশি দারুণ খেলেছেন জুভেন্টাসের ৪৫ বছর বয়সী গোলরক্ষক জিয়ানলুইজি বুফন। তিনি দারুণ দক্ষতায় পার্মার বেশ কয়েকটি নিশ্চিত গোলের সুযোগ নসাৎ করে দিয়েছেন। তাতে ৪-০ ব্যবধানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে তুরিনের ওল্ড লেডিরা।

টানা দশম লিগ শিরোপা জয়ের লক্ষ্যে এগিয়ে যাওয়া জুভেন্টাস এই জয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে। ১৩ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ২৭ পয়েন্ট। ১২ ম্যাচ থেকে ২৮ পয়েন্ট নিয়ে এসি মিলান রয়েছে শীর্ষে।

আরো পড়ুন:

ঢাকা/আমিনুল


সর্বশেষ

পাঠকপ্রিয়