ঢাকা     শনিবার   ১৬ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১ ১৪৩১

কোমানের বিশ্বাস বার্সায় সুখে আছেন মেসি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৭, ২৩ ডিসেম্বর ২০২০   আপডেট: ১৭:১১, ২৩ ডিসেম্বর ২০২০
কোমানের বিশ্বাস বার্সায় সুখে আছেন মেসি

এই মৌসুমের শুরুতে যে মানসিক অস্থিরতার মধ্যে ছিলেন তা লুকাননি লিওনেল মেসি। কদিন আগে এক সাক্ষাৎকারে বার্সেলোনা অধিনায়ক বলেছিলেন, ‘মৌসুমের শুরুতে আমার বাজে সময় গিয়েছিল। কিন্তু এখন আমি ভালো আছি। আমাদের সামনে যা আছে তার জন্য গুরুত্ব সহকারে আমি লড়াই করছি বলে মনে হচ্ছে।’ চার দিনের ব্যবধানে লা লিগায় মেসি টানা দুই ম্যাচে গোল করার পর কোচ রোনাল্ড কোমানও চড়া গলায় বললেন, ন্যু ক্যাম্পে সুখে আছেন তার অধিনায়ক।

ভ্যালেন্সিয়ার বিপক্ষে গত শনিবার বার্সেলোনার জার্সিতে ৬৪৩তম গোল করে এক ক্লাবের হয়ে সর্বাধিক গোলের রেকর্ডে মেসি ভাগ বসান ব্রাজিলিয়ান গ্রেট পেলের সঙ্গে। মঙ্গলবার রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে সান্তোসের হয়ে রেকর্ড গড়া লিজেন্ডকে পেছনে ফেললেন ছয়বারের ব্যালন ডি’অর জয়ী।

৬৪৪তম গোলে রেকর্ড ভাঙা পারফরম্যান্সের পর বার্সায় মেসির ভবিষ্যৎ নিয়ে আশার আলো পাচ্ছেন কোমান। তিনি বলেছেন, ‘আমি অনেকবার এটি বলেছি। এখানে লিওকে সুখী দেখছি আমি। তার সৃজনশীলতার কারণে সে আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। যখন তার আশপাশে ভালো খেলোয়াড়রা থাকে, তখন তা দেখতে পাবেন।’

আরো পড়ুন:

ভ্যালেন্সিয়ার সঙ্গে ২-২ গোলের ড্রর পর ভায়াদোলিদের মাঠে ৩-০ গোলের জয়ে ঘুরে দাঁড়ানোয় উচ্ছ্বসিত বার্সা কোচ। আগের মতো আবারও তিনজনের রক্ষণভাগে ফিরেছেন কোমান, ‘রক্ষণ ও উইংয়ে উন্নতির জন্য আমরা পরিবর্তন করেছিলাম। ম্যাচে ভালো মনোযোগ ছিল এবং ভালো সুযোগও তৈরি হয়েছিল, আমরা খেলোয়াড়দের প্রাণ নিবেদন করে খেলতে দেখলাম।’

ঢাকা/ফাহিম


সর্বশেষ

পাঠকপ্রিয়