ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১১ ১৪৩১

নতুন বছরে জুভেন্টাসের কাছে রোনালদোর দাবি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৮, ২৩ ডিসেম্বর ২০২০  
নতুন বছরে জুভেন্টাসের কাছে রোনালদোর দাবি

জুভেন্টাসের ‘বিশেষ বছর’ শেষ হলো হতাশাজনক। ফিওরেন্তিনার কাছে নিজেদের মাঠ আলিয়াঞ্জ স্টেডিয়ামে ৯ বছরে সবচেয়ে বড় ব্যবধানে হেরেছে তারা। ৩-০ গোলে পরাজয়ের পর তাদের দুর্বল পারফরম্যান্সের জন্য কোনও অজুহাত দিলেন না ক্রিস্টিয়ানো রোনালদো। ২০২১ সালে দলটির কাছ থেকে ‘উৎকর্ষতা’ দাবি করেছেন পর্তুগাল তারকা।

১২ মাসের উত্থান পতনের মধ্যে জুভেন্টাসের সাফল্য টানা নবম স্কুদেত্তো। করোনাভাইরাস মহামারির মধ্যেও ঘরোয়া প্রতিযোগিতায় তারা ছিল অটল। নতুন বছরে দল আরও শক্তিশালী হয়ে ফিরবে বলে কথা দিলেন রোনালদো। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই প্রত্যয় জানালেন সোশ্যাল মিডিয়ায়।

বুধবার ইনস্টাগ্রামে রোনালদো লিখেছেন, ‘গতকাল একটা দুর্বল পারফরম্যান্স ও অগ্রহণযোগ্য ফল নিয়ে ২০২০ সাল শেষ করলাম আমরা। অনেকভাবে এটা বিশেষ একটা বছর। খালি স্টেডিয়াম, কোভিড প্রটোকল, স্থগিত ম্যাচ, দীর্ঘদিন বন্ধ আর অনেক ঠাসা সূচি।’

আরো পড়ুন:

সিআরসেভেন আরও যোগ করেছেন, ‘কিন্তু এগুলো কোনও কিছুর অজুহাত নয়। আমরা বুঝি যে আমাদের আরও বেশি দিতে হবে, আরও ভালো খেলতে হবে এবং ধারাবাহিকভাবে জিততে হবে। আমরা জুভেন্টাস। মাঠে শ্রেষ্ঠত্বের চেয়ে কম কিছু আমরা মেনে নিতে পারি না।’

নতুন বছরে দল আরও শক্তিশালী হয়ে ফিরবে আশা রোনালদোর, ‘আমি আশা করি এই স্বল্প বিরতি আমাদের শক্তিশালী হয়ে ও আরও বেশি সংঘবদ্ধ হয়ে ফিরতে সহায়তা করবে। কারণ মৌসুম শেষ হতে এখনও অনেক দেরি এবং শেষ পর্যন্ত আমরা বিশ্বাস করি আরেকবার আমাদের শিরোপা উদযাপন করতে পারবো।’

ভক্তদের উদ্দেশ্যে তিনি বললেন, ‘আমাদের বিশ্বাস করুন, ভরসা রাখুন দলের ওপর যতটা আমরা আপনাদের ওপর আস্থা রাখি। আমরা সেরাটা দেবো, শেষ পর্যন্ত।’

আগামী ৩ জানুয়ারি উদিনেসের বিপক্ষে সিরি আ ম্যাচ দিয়ে ফের মাঠে ফিরবে জুভেন্টাস। ১৩ ম্যাচে প্রথম হারের পর ২৪ পয়েন্ট নিয়ে চার নম্বরে ওল্ড লেডিরা। সমান পয়েন্ট নিয়ে তাদের আগে-পরে নাপোলি ও রোমা। ৭ পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষে এসি মিলান (৩১)।

ঢাকা/ফাহিম


সর্বশেষ

পাঠকপ্রিয়