বেটিংয়ের নিয়ম ভেঙে ১০ সপ্তাহ নিষিদ্ধ ট্রিপিয়ার
আতলেতিকো মাদ্রিদ ও ইংল্যান্ডের ডিফেন্ডার কিয়েরান ট্রিপিয়ার বেটিংয়ের নিয়ম ভাঙায় ১০ সপ্তাহ নিষিদ্ধ হয়েছেন। একই সঙ্গে তাকে ৭০ হাজার পাউন্ড জরিমানাও করেছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)।
বুধবার এফএ এই শাস্তির কথা জানায় এবং এদিন থেকে তা কার্যকর হচ্ছে। ৩০ বছর বয়সী ট্রিপিয়ার তার বিরুদ্ধে আনা বেটিংয়ের সাতটি অভিযোগ প্রত্যাখ্যান করে ব্যক্তিগত শুনানির অনুরোধ করেছেন।
এফএ’র গ্যাম্বলিংয়ের নিয়ম ভাঙায় ইংল্যান্ড স্ট্রাইকার ড্যানিয়েল স্টুরিজ নিষিদ্ধ হওয়ার ৯ মাস পর ট্রিপিয়ার শাস্তি পেলেন।
কী নিয়ম ট্রিপিয়ার ভেঙেছেন, তা স্পষ্ট করেনি এফএ। তবে ঘটনাটি ঘটেছে ২০১৯ সালের জুলাইয়ে টটেনহ্যাম হটস্পার থেকে আতলেতিকোতে তিনি যোগ দেওয়ার সময়।
এই নিষেধাজ্ঞার কারণে ২৩ ফেব্রুয়ারি চেলসির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলোর প্রথম লেগে ট্রিপিয়ারকে পাবে না আতলেতিকো। সব প্রতিযোগিতা মিলে অন্তত ১৩ ম্যাচ তিনি খেলতে পারবেন না।
নিষেধাজ্ঞা শেষে ৭ মার্চ মাদ্রিদ ডার্বিতে দেখা যেতে পারে তাকে। লা লিগার শীর্ষে থাকা আতলেতিকোর হয়ে এই মৌসুমে দারুণ ফর্মে ছিলেন ট্রিপিয়ার।
ঢাকা/ফাহিম