ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১১ ১৪৩১

মিলানের জয়রথে জুভেন্টাসের বাধা 

|| রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৮, ৭ জানুয়ারি ২০২১   আপডেট: ১২:৩০, ৭ জানুয়ারি ২০২১
মিলানের জয়রথে জুভেন্টাসের বাধা 

ইতালিয়ান লিগ সিরি আ’তে ১৫ ম্যাচ খেলে একটিতেও হার ছিল না এসি মিলানের। ১৬তম ম্যাচ খেলতে নেমেই জুভেন্টাসের কাছে করতে হয়েছে আত্মসমর্পণ।

নিজেদের মাঠ সান সিরোতে খেলতে নেমে ওল্ড লেডিদের কাছে মিলান হারে ৩-১ গোলে। ফেডরিকো চিয়েসার জোড়া গোলের সঙ্গে ওয়েস্টন ম্যাককিনির একমাত্র গোলে হাসিমুখে মাঠ ছাড়ে জুভেন্টাস।

ম্যাচের ১৮ মিনিটের সময় চিয়েসার গোলে এগিয়ে যায় আন্দ্রে পিরলোর শিষ্যরা। বিরতিতে যাওয়ার চার মিনিট আগে আবার ডেভিড ক্যালাব্রিয়ার  গোলে সমতা নিয়ে আসে মিলান।

তবে মিলানের কপালে লেখা ছিল না জয়ভাগ্য। বিরতির পর এসে ৬২ মিনিটের সময় দ্বিতীয় গোলটি করেন চিয়েসা। এর কিছুক্ষণ পরেই ৭৬ মিনিটে তৃতীয় ও শেষ গোলটি করেন ম্যাককিনি। মিলান আর কোনো গোলই শোধ করতে পারেনি।

এই জয়ে পয়েন্ট টেবিলের চারে উঠে এসেছে জুভেন্টাস। ১৫ ম্যাচ খেলে দলটির পয়েন্ট ৩০। অন্যদিকে এক ম্যাচ বেশি খেলে ৩৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে মিলান। শিরোপা ধরে রাখতে হলে রোনালদোদের পাড়ি দিতে হবে কঠিন পথ।


সর্বশেষ

পাঠকপ্রিয়