ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

মেসিবিহীন বার্সেলোনার জয়

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:২৬, ২৫ জানুয়ারি ২০২১   আপডেট: ১৪:৫১, ২৫ জানুয়ারি ২০২১
মেসিবিহীন বার্সেলোনার জয়

স্প্যানিশ লা লিগায় রোববার রাতে এলচের মুখোমুখি হয়েছিল বার্সেলোনা। স্প্যানিশ সুপারকোপার ফাইনালে লাল কার্ড দেখে দুই ম্যাচ নিষিদ্ধ হওয়া লিওনেল মেসি এলচের বিপক্ষে খেলতে পারেননি। তবে তাকে ছাড়াই প্রতিপক্ষকে ২-০ গোলে হারিয়েছে কাতালানরা। গোল পেয়েছেন ফ্রাঙ্কি ডি ইয়ং ও রিকার্ড পুইগ।

এই জয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে বার্সা। ১৯ ম্যাচ থেকে রোনাল্ড কোম্যান বাহিনীর সংগ্রহ ৩৭ পয়েন্ট। সমান ম্যাচ থেকে ৪০ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ আছে দ্বিতীয় স্থানে। আর ১৭ ম্যাচ থেকে ৪৪ পয়েন্ট নিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ রয়েছে শীর্ষে।

রোববার এলচের মাঠে ম্যাচের নিয়ন্ত্রণ ছিল বার্সার কাছে। শুরুতেই গোলের সুযোগ তৈরি করেছিলেন রোনাল্ড আরাউজো ও আঁতোয়ান গ্রিজমান। কিন্তু তারা দুজনেই কাছ থেকে গোল করতে ব্যর্থ হন। তবে ৩৯ মিনিটে গোল করে বার্সাকে এগিয়ে নেন ডি ইয়ং।

আরো পড়ুন:

দ্বিতীয়ার্ধের শুরুতে এলচেও গোলের সুযোগ তৈরি করেছিল। কিন্তু জাল কাঁপাতে পারেনি কাতালান গোলরক্ষক আন্দ্রে টার স্টেগানের বীরত্বে। ম্যাচের শেষ মুহূর্তে (৮৯ মি.) ডি ইয়ং এর বাড়িয়ে দেওয়া বল থেকে পুইগ গোল করে ২-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন।

ঢাকা/আমিনুল


সর্বশেষ

পাঠকপ্রিয়