ঢাকা     শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৪ ১৪৩১

‘কয়েক সপ্তাহ’ ছিটকে যাওয়ার শঙ্কায় কেইন

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩২, ২৯ জানুয়ারি ২০২১   আপডেট: ১২:০৭, ২৯ জানুয়ারি ২০২১
‘কয়েক সপ্তাহ’ ছিটকে যাওয়ার শঙ্কায় কেইন

লিভারপুলের কাছে ঘরের মাঠে ৩-১ গোলে হারের ম্যাচে দুই পায়ের গোড়ালিতে চোট পেয়েছেন টটেনহ্যাম হটস্পারের তারকা স্ট্রাইকার হ্যারি কেইন। দলের কোচ হোসে মরিনহো জানালেন, কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে ইংলিশ ফরোয়ার্ডকে।

প্রথমার্ধে দুইবার কড়া ট্যাকলের শিকার হন কেইন। বিরতির পর তার বদলি হয়ে মাঠে নামেন এরিক লামেলা। এই মৌসুমে লিগে সন হিউং-মিনের সঙ্গে দলের যৌথ শীর্ষ গোলদাতার আসনে থাকা ফরোয়ার্ডকে নিয়ে মরিনহো ম্যাচ শেষে বলেছেন, ‘দুই গোড়ালিতে আঘাত পেয়েছে সে। প্রথমটা ছিল খারাপ ট্যাকল, এটা করেছিল থিয়াগো (আলকান্তারা)। দ্বিতীয়টা কে করেছে, ভালোভাবে বুঝতে পারিনি। কিন্তু দুটি আঘাতই দুই গোড়ালিতে। দ্বিতীয়টা ছিল প্রথমটার চেয়ে বাজে।’

১৮ ম্যাচে ১২ গোল করা কেইনকে কতদিন মাঠের বাইরে থাকতে হতে জানতে চাইলে মরিনহোর জবাব, ‘কয়েক সপ্তাহ।’ তিনি আরও যোগ করেন, ‘আমি জানি না। কিছু খেলোয়াড় আছে যাদের জায়গা অপূরণীয়।’

আরো পড়ুন:

সামনের সপ্তাহ গুরুত্বপূর্ণ দুটি ম্যাচ খেলবে টটেনহ্যাম। রোববার ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনের মাঠে লিগ ম্যাচ। শুক্রবার লিগের আরেক ম্যাচে তাদের প্রতিপক্ষ চেলসি। কেইনের অনুপস্থিতির প্রভাব হয়তো ভালোভাবে টের পাবে স্পাররা।

ঢাকা/ফাহিম


সর্বশেষ

পাঠকপ্রিয়