ঢাকা     শনিবার   ২৩ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৮ ১৪৩১

রোনালদোর জোড়া গোলে ফাইনালের পথে জুভেন্টাস

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০১, ৩ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ১০:০৫, ৩ ফেব্রুয়ারি ২০২১
রোনালদোর জোড়া গোলে ফাইনালের পথে জুভেন্টাস

গত মাসে সান সিরোয় সিরি আ হারের প্রতিশোধ নিয়ে ইতালিয়ান কাপ ফাইনালের পথে এগিয়ে গেলো জুভেন্টাস। মঙ্গলবার সেমিফাইনালের প্রথম লেগে ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোল করেছেন, তাতে ২-১ গোলে ইন্টারকে হারিয়েছে ১৩ বারের চ্যাম্পিয়নরা।

শুরুটা ভালো করেছিল ইন্টার। এক হাজার একশতম ক্যারিয়ার ম্যাচে খেলতে নামা গোলকিপার জিয়ানলুইজি বুফনকে ৯ মিনিটে পরাস্ত করেন লাউতারো মার্তিনেজ। নিকোলো বারেয়ার অ্যাসিস্টে স্বাগতিকদের এগিয়ে দেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।

সম্প্রতি ২-০ গোলে জুভেন্টাসকে হারানোর স্মৃতি ফের ফিরিয়ে আনছিল ইন্টার। কিন্তু ২৫ মিনিটে অ্যাশলে ইয়ং বক্সের মধ্যে হুয়ান কুয়াদ্রাদোকে ফাউর করলে আশাহত হয় তারা। ভিএআর মনিটর দেখে পেনাল্টি দেন রেফারি জিয়ানপাওলো কালভারিস, তাতে গোল করেন রোনালদো।

আরো পড়ুন:

বিরতির আগেই লিড নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় তিন মৌসুমে প্রথম শিরোপার মিশনে থাকা জুভেন্টাস। ইন্টার গোলকিপার সামির হান্দানোভিচ ও ডিফেন্ডার আলেসান্দ্রো বাস্তোনি তালগোল পাকিয়ে ফেললে ৩৫ মিনিটে খালি জালে বল জড়ান রোনালদো।

দ্বিতীয়ার্ধে অ্যালেক্সিস সানচেজ ও ক্রিস্টিয়ান এরিকসেন ভালো কয়েকটি সুযোগ নষ্ট করলে হতাশ হতে হয় ইন্টারকে। ৪৩ বছর বয়সী গোলকিপার বুফন দারুণ দক্ষতায় মাত্তেও দারমিয়ানকে ঠেকিয়ে জুভেন্টাসের লিড ধরে রাখেন।

৭৭ মিনিটে আলভারো মোরাতাকে তার বদলি নামানোয় বেশ অসুখী দেখা গেছে রোনালদোকে, হয়তো হ্যাটট্রিকের সম্ভাবনা নষ্ট হওয়ার কারণে।

গত আসরের ফাইনালে নাপোলির কাছে হেরে যাওয়া জুভেন্টাস আগামী ৯ ফেব্রুয়ারি দ্বিতীয় লেগ খেলবে। প্রতিপক্ষের মাঠে দুই গোল করায় ফাইনালের পথে বেশ সুবিধাজনক অবস্থানে আছে তারা।

ঢাকা/ফাহিম


সর্বশেষ

পাঠকপ্রিয়