ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১১ ১৪৩১

রিয়ালকে হটিয়ে শীর্ষ দুইয়ে বার্সেলোনা 

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:৫৩, ২৭ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ০২:১২, ২৮ ফেব্রুয়ারি ২০২১
রিয়ালকে হটিয়ে শীর্ষ দুইয়ে বার্সেলোনা 

জমে উঠেছে স্প্যানিশ লা লিগার চলতি মৌসুম। নড়বড়ে অবস্থানে থাকা বার্সেলোনা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে শীর্ষস্থানের দিকে। এর আগের ম্যাচে এলচেকে হারিয়ে শীর্ষ তিনে আসার পর এবার সেভিয়াকে হারিয়ে রিয়াল মাদ্রিদকে হটিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে এলো কাতালান ক্লাবটি। 

শনিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে সেভিয়ার মাটিতেই তাদের বিপক্ষে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়েন লিওনেল মেসিরা। প্রথমার্ধের ২৯ মিনিটের সময় মেসির সহায়তায় দুই ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে নিচু শটে গোল করে দলকে এগিয়ে দেন ওসমান দ্বেম্বেলে। প্রথমার্ধ ১-০ গোলের সমীকরণ নিয়ে বিরতিতে যায় দুই দল।

বিরতি থেকে ফিরে গোলের দেখা পাচ্ছিল না কোনো দলই। তবে শেষ বাঁশি বাজার ৫ মিনিট আগে দারুণ এক গোল করে দলকে এগিয়ে দেন মেসি। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা। 

এই জয়ে ২৫ ম্যাচে ১৬ জয়ে ৫৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এলো রোনাল্ড কোম্যানের শিষ্যরা। এক ম্যাচ কম খেলে ৫২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে রিয়াল।রোববার রাতে শীর্ষে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে খেলতে নামবে রিয়াল। এই ম্যাচে জয় পেলে আবার তারা দ্বিতীয় স্থানে উঠে আসবে। ২৩ ম্যাচে ১৭ জয়ে ৫৫ পয়েন্ট নিয়ে সবার ওপরে অ্যাটলেটিকো।

সাইফুল/আমিনুল


সর্বশেষ

পাঠকপ্রিয়