ঢাকা     শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৪ ১৪৩১

বেলের জোড়ায় তিন ম্যাচ পর টটেনহ্যামের জয়

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩২, ২৮ ফেব্রুয়ারি ২০২১  
বেলের জোড়ায় তিন ম্যাচ পর টটেনহ্যামের জয়

গ্যারেথ বেল কোচ হোসে মরিনহোর আস্থার প্রতিদান দিলেন দারুণভাবে। ওয়েলস ফরোয়ার্ডের জোড়া গোলে ইংলিশ প্রিমিয়ার লিগে টটেনহ্যাম হটস্পার জয়ে ফিরলো তিন ম্যাচ পর, আরেকটি গোলেও অবদান ছিল তার। রোববার নিজেদের মাঠে তারা ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে বার্নলিকে।

গত অক্টোবরে ধারে রিয়াল মাদ্রিদ থেকে টটেনহ্যামে ফেরেন বেল। পরের মাসে ব্রাইটন অ্যান্ড হোভ আলবিওনের বিপক্ষে প্রথম লিগ গোল করেন। তবে শীর্ষ লিগে তাকে খুব একটা খেলাননি মরিনহো। রোববার তাকে ৯ ম্যাচে দ্বিতীয়বার একাদশে দেখা গেলো, আর শুরুতেই জাদু দেখালেন।

বেল নিজের প্রিমিয়ার লিগ ক্যারিয়ারে সবচেয়ে দ্রুততম গোলটি করলেন বার্নলির বিপক্ষে। মাত্র ৬৮ সেকেন্ড যেতেই সন হিউং-মিনের ক্রস থেকে জাল খুঁজে পান তিনি। ১৬তম মিনিটে বেশ লম্বা পথ বল নিয়ে পাড়ি দিয়ে হ্যারি কেইনকে খুঁজে পান বেল। বাকিটা সাফল্য, ইংলিশ ফরোয়ার্ড ব্যবধান দ্বিগুণ করেন।

আরো পড়ুন:

ম্যাচের সময় আধঘণ্টা পার হওয়ার পর স্কোর ৩-০ হয় স্পারদের। লুকাম মোউরার বাঁ পায়ের দুর্দান্ত শট ঠিকানা খুঁজে পায়। দ্বিতীয়ার্ধে হিউং-মিনের বাড়ানো বলটি পায়ে নেওয়ার পর বাঁকানো শটে নিজের দ্বিতীয় গোলটি করেন বেল।

আগের ছয় প্রিমিয়ার লিগ ম্যাচের পাঁচটি হারার পর এই জয়ের দেখা পেলো টটেনহ্যাম। তাতে এক ম্যাচ হাতে রেখে চতুর্থ স্থানে থাকা ওয়েস্ট হ্যামের সঙ্গে ব্যবধান ৬ পয়েন্টে কমিয়ে আনলো তারা। ২৫ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে উঠেছে স্পাররা।

ঢাকা/ফাহিম


সর্বশেষ

পাঠকপ্রিয়