ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১১ ১৪৩১

কথা দিলেন পিএসজি কোচ পচেত্তিনো

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৩, ৮ মার্চ ২০২১   আপডেট: ২২:৩৪, ৮ মার্চ ২০২১
কথা দিলেন পিএসজি কোচ পচেত্তিনো

মাউরিসিও পচেত্তিনো কথা দিলেন, চ্যাম্পিয়নস লিগ জেতার জন্য জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করবে প্যারিস সেন্ত জার্মেই। শেষ ষোলোর দ্বিতীয় লেগে বুধবার পাঁচবারের চ্যাম্পিয়ন বার্সেলোনাকে স্বাগত জানানোর আগে এই উচ্চাকাঙ্ক্ষা প্রকাশ করলেন ফরাসি চ্যাম্পিয়নদের কোচ।

ন্যু ক্যাম্প থেকে ৪-১ গোলের জয় নিয়ে কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে রেখেছে পিএসজি। তাই বলে তারা আত্মতুষ্টিতে থেকে বিপদ ডাকতে চায় না। তাছাড়া তাদের চোখ আরও দূরে। গত আসরে নিজেদের ক্লাব ইতিহাসে প্রথমবার চ্যাম্পিয়নস লিগ ফাইনালে উঠেছিল পিএসজি। কিন্তু বায়ার্ন মিউনিখের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় তাদের। মে মাসে দলকে আরও এক ধাপ এগিয়ে রাখতে দৃঢ় প্রতিজ্ঞ পচেত্তিনো। তার দৃষ্টি চ্যাম্পিয়নস লিগ ট্রফিতে।

ম্যাচের আগের এক সাক্ষাৎকারে পচেত্তিনো বলেছেন, ‘পরিষ্কার ব্যাপার হলো এটা (চ্যাম্পিয়নস লিগ) জেতার আকাঙ্ক্ষা ক্লাবের আছে। অন্য অনেক দল আছে, যারা এটা জিততে চায়। এটা সহজ নয়। আমরা আমাদের দায়িত্ব সম্পর্কে অবগত আছি এবং এটি অর্জনে আমরা আমৃত্যু লড়বো।’

আরো পড়ুন:

ঢাকা/ফাহিম


সর্বশেষ

পাঠকপ্রিয়