ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

স্পেনকে জিততে দেয়নি গ্রিস

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০৪, ২৬ মার্চ ২০২১  
স্পেনকে জিততে দেয়নি গ্রিস

কাতার বিশ্বকাপ-২০২২ এর ইউরোপ অঞ্চলের বাছাইপর্বে বৃহস্পতিবার রাতে গ্রিসের মুখোমুখি হয় স্পেন। তবে জয় পায়নি ২০১০ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা। তাদের ১-১ গোলে রুখে দিয়েছে গ্রিস।

ম্যাচের প্রথমার্ধে আলভারো মোরাতার গোলে এগিয়ে যায় স্পেন। দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে গোল শোধ দেয় গ্রিস। বাকি সময়ে আর কোনো গোল হয়নি।

যদিও স্পেন ম্যাচে প্রভাব বিস্তার করে খেলেছে। সুযোগও পেয়েছে বেশ কিছু। কিন্তু সেগুলো থেকে গোল আদায় করে নিতে পারেনি।

আরো পড়ুন:

৩২ মিনিটে করা মোতারার গোলটিই ম্যাচের ভাগ্য বদলে দিতে পারতো। কিন্তু ম্যাচের ৫৬ মিনিটের মাথায় বদলি খেলোয়াড় হিসেবে নামা স্পেনের ইনিগো মার্টিনেজ গ্রিসের মিডফিল্ডার জিওর্গস মাসৌরাসকে ফাউল করলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান।

পেনাল্টি থেকে আনাস্তাসিওস বাকাসেতাস গোল করে সমতা ফেরান। এই সমতা নিয়েই শেষ হয় ম্যাচ।

‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে রোববার জর্জিয়ার মুখোমুখি হবে স্পেন।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়