ঢাকা     শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৭ ১৪৩১

বাংলাদেশ গেমসের প্রথম সোনা ইমতিয়াজের

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪২, ৩১ মার্চ ২০২১   আপডেট: ২০:৩৯, ৩১ মার্চ ২০২১
বাংলাদেশ গেমসের প্রথম সোনা ইমতিয়াজের

বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসে ব্যক্তিগত ইভেন্টে প্রথম সোনার পদক জিতেছেন বাংলাদেশ নৌবাহিনীর ফেন্সার মো. ইমতিয়াজ।

ইপি একক ইভেন্টে সোনা জয়ের উল্লাস করেন ইমতিয়াজ। এ ইভেন্টে রুপা জিতেছেন আনসারের সাগর খান। দুটি ব্রোঞ্জ জিতেছেন আনসারের শরিফুল ইসলাম ও বিজিবির আবদুর রহিম।

বুধবার (৩১ মার্চ) মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত আনসারের সাগর খানকে হারিয়ে সোনা জয় করেন ইমতিয়াজ।

আরো পড়ুন:

একক ইভেন্টে প্রথম সোনা জয়ের পর ইমতিয়াজের দৃষ্টি টোকিও অলিম্পিকের বাছাইয়ে। এ ফেন্সার বলেছেন, ‘বাংলাদেশ গেমসে সোনা জিততে পেরে আমি গর্বিত। সামনেই টোকিও অলিম্পিকের বাছাই পর্ব হবে উজবেকিস্তানে। ফেডারেশন পাঠালে, আমি সেখানে যেতে চাই।’ 

ফেন্সিংয়ের খেলা মঙ্গলবার (৩০ মার্চ) শুরু হয়েছে, চলবে ৫ এপ্রিল পর্যন্ত। এ ডিসিপ্লিনের খেলাগুলো মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে হচ্ছে।

ঢাকা/আমিনুল/ফাহিম

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়