ঢাকা     শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১ ১৪৩১

নেইমারের লাল কার্ড দেখার ম্যাচে হারলো পিএসজি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৩৮, ৪ এপ্রিল ২০২১   আপডেট: ০৮:১৭, ৪ এপ্রিল ২০২১
নেইমারের লাল কার্ড দেখার ম্যাচে হারলো পিএসজি

ফ্রেঞ্চ লিগ ওয়ানের শিরোপা জয়ের লড়াইয়ে আছে প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি) ও লিঁলে। শনিবার রাতে এই দুটি দল মুখোমুখি হয়েছিল। ম্যাচটি প্রত্যাশিত উত্তাপই ছড়িয়েছে। শেষ দিকে (৯০ মি.) লাল কার্ড দেখেছেন পিএসজি’র তারকা ফুটবলার নেইমার দ্য সিলভা (দ্বিতীয় হলুদ কার্ড)। গালি দিয়ে লাল কার্ড দেখেছেন লিঁলের পর্তুগীজ ফুটবলার টিয়াগো জিজলো (৯০+১ মি.)।

উত্তাপ ছড়ানোর ম্যাচে অবশ্য জয় পায়নি পিএসজি। ঘরের মাঠে তারা হেরে গেছে ১-০ ব্যবধানে। ম্যাচের ২০ মিনিটে জয়সূচক একমাত্র গোলটি করেছেন লিঁলের জনাথন ডেভিড।

এই জয়ে পিএসজিকে পেছনে ফেলে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান নিয়েছে লিঁলে। ৩১ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ৬৬ পয়েন্ট। সমান ম্যাচ থেকে পিএসজির সংগ্রহ ৬৩ পয়েন্ট। ৬২ পয়েন্ট নিয়ে এএস মোনাকো আছে তৃতীয় স্থানে। ৬১ পয়েন্ট নিয়ে লায়ন রয়েছে চতুর্থ স্থানে।

আরো পড়ুন:

এই জয়ে ১০ বছর পর ফ্রেঞ্চ লিগ ওয়ানের শিরোপা জয়ের পথে কিছুটা এগিয়ে গেল লিঁলে। অন্যদিকে গেল আট আসরে ৭ বার শিরোপা জেতা পিএসজি কিছুটা পিছিয়ে পড়লো।

এখন দেখার বিষয় পরবর্তী ৭ ম্যাচ পর কাদের শোকেসে ওঠে লিগ ওয়ানের এবারের আসরের শিরোপা।

ঢাকা/আমিনুল


সর্বশেষ

পাঠকপ্রিয়