ঢাকা     বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১১ ১৪৩১

রোনালদো-দিবালার গোলে জুভেন্টাসের জয়

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:২১, ৮ এপ্রিল ২০২১   আপডেট: ০১:৪৩, ৮ এপ্রিল ২০২১
রোনালদো-দিবালার গোলে জুভেন্টাসের জয়

ইতালিয়ান সিরি’আ লিগে বুধবার রাতে শক্তিশালী নাপোলিকে ২-১ গোলে হারিয়েছে জুভেন্টাস। এমন জয়ে গোলের দেখা পেয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো ও ইনজুরি কাটিয়ে ফেরা পাওলো দিবালা।

এই জয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে জুভেন্টাস। ২৯ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ৫৯ পয়েন্ট। সমান ম্যাচ থেকে ৬০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে এসি মিলান। আর ৭১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ইন্টার মিলান।

সিরি’আ লিগের আগের দুই ম্যাচ থেকে মাত্র ১ পয়েন্ট সংগ্রহ করেছিল জুভেন্টাস। পয়েন্ট টেবিলের তলানির দিকের দল বেনেভেন্তোর কাছে হেরেছিল তারা। ড্র করেছিল তোরিনোর সঙ্গে। সে কারণে বেশ চাপ নিয়ে এই ম্যাচ খেলতে নেমেছিল রোনালদো-দিবালারা।

আরো পড়ুন:

নাপোলির বিপক্ষে এই ম্যাচ জেতাটা জরুরি হয়ে পড়েছিল জুভেন্টাসের জন্য। ম্যাচের ১৩ মিনিটেই ক্রিস্টিয়ানো রোনালদো গোল করে এগিয়ে নেন দলকে। তার গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় সাদা-কালো শিবির।

বিরতির পর ৭৩ মিনিটে বাঁকানো শটে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন পাওলা দিবালা। ইনজুরি কাটিয়ে জানুয়ারির পর এই প্রথম মাঠে নামেন তিনি।

অবশ্য শেষ মিনিটে পেনাল্টি থেকে একটি গোল শোধ দেন নাপোলির লরেঞ্জো ইনসিগনি। সেটা অবশ্য হার এড়ানোর জন্য যথেষ্ট ছিল না।

ঢাকা/আমিনুল


সর্বশেষ

পাঠকপ্রিয়