ঢাকা     শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৩ ১৪৩১

চেন্নাই অধিনায়ক ধোনির ‘২০০’

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪১, ১৯ এপ্রিল ২০২১  
চেন্নাই অধিনায়ক ধোনির ‘২০০’

টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম খেলোয়াড় হিসেবে একটি ফ্র্যাঞ্চাইজিকে দুইশ ম্যাচে নেতৃত্ব দেওয়ার মাইলফলক স্পর্শ করলেন মহেন্দ্র সিং ধোনি। সাবেক ভারতীয় অধিনায়ক রাজস্থান রয়্যালসের বিপক্ষে চেন্নাই সুপার কিংসের হয়ে দুইশতম টস করলেন।

আগের ম্যাচে তিনবারের আইপিএল চ্যাম্পিয়নদের হয়ে দুইশতম ম্যাচ খেলেন ধোনি। সোমবার (১৯ এপ্রিল) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ছিল দলটির হয়ে তার ২০১তম ম্যাচ। কেবল একবারই চেন্নাইকে নেতৃত্ব দেননি। ২০১২ সালে চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টিতে সুরেশ রায়নার অধীনে খেলেন। সবার আগে একটি ফ্র্যাঞ্চাইজির হয়ে ২০০ ম্যাচ খেলার কীর্তি গড়েন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরাট কোহলি।

আইপিএলে এটি ছিল ধোনির ২০৭তম ম্যাচ। টি-টোয়েন্টি ক্রিকেটে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড তারই দখলে, চেন্নাইসহ রাইসিং পুনে সুপারজায়ান্ট ও ভারতের হয়ে ২৮৬ ম্যাচে নেতৃত্ব দেন। এই তালিকায় তার পরে আছেন ২০৮ ম্যাচে অধিনায়কত্ব করা ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ড্যারেন স্যামি।

আরো পড়ুন:

ঢাকা/ফাহিম


সর্বশেষ

পাঠকপ্রিয়