ঢাকা     রোববার   ২৪ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৯ ১৪৩১

ম্যাসনকে দিয়ে মরিনহোর শূন্যস্থান পূরণ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫২, ২০ এপ্রিল ২০২১  
ম্যাসনকে দিয়ে মরিনহোর শূন্যস্থান পূরণ

রায়ান ম্যাসন

সোমবার (১৯ এপ্রিল) হঠাৎ করে হোসে মরিনহোকে বরখাস্ত করে টটেনহ্যাম হটস্পার। লিগ কাপ ফাইনাল হতে আর ছয় দিন বাকি। তাই জায়গাটা বেশিক্ষণ ফাঁকা রাখলো না প্রিমিয়ার লিগ ক্লাবটি। রায়ান ম্যাসনকে অন্তর্বর্তীকালীন দায়িত্ব দিয়েছে তারা।

চ্যাম্পিয়নস লিগে ধারাবাহিকভাবে উপস্থিতি নিশ্চিত করা ও শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে স্পেশাল ওয়ানকে নিয়োগ দিয়েছিল টটেনহ্যাম। কিন্তু ১৭ মাসেও ভাগ্য পাল্টায়নি তাদের। এবারও চ্যাম্পিয়নস লিগের টিকিট পাওয়ার কোনও সম্ভাবনা নেই। তাই চুক্তি শেষ হওয়ার ২ বছর আগে আচমকা মরিনহোকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত।

ম্যাসন টটেনহ্যামের বাইরের কেউ নয়। ক্লাবের প্লেয়ার ডেভেলপমেন্ট প্রধান। এবার তার অধীনে ২০০৮ সালের পর প্রথম বড় কোনও ট্রফি ঘরে তোলার সুযোগ। নতুন স্থায়ী কোচ আসার আগে এই মৌসুমের বাকি সময় তিনিই থাকবেন কোচের দায়িত্বে।

আরো পড়ুন:

টটেনহ্যাম অফিসিয়াল বিবৃতিতে এই খবর নিশ্চিত করেছে, ‘হোসে মরিনহো চলে যাওয়ার পর আমরা নিশ্চিত করছি যে রায়ান ম্যাসন মৌসুমের বাকি সময়ের জন্য অন্তর্বর্তীকালীন প্রধান কোচের দায়িত্ব নেবেন।’

ঢাকা/ফাহিম


সর্বশেষ

পাঠকপ্রিয়